Published : 27 Nov 2024, 12:45 AM
জনগণকে প্রতিক্রিয়াশীল না হওয়ার আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর পাঁয়তারা করছে ষড়যন্ত্রকারীরা।
এজন্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবং দেশের বাইরের ‘ষড়যন্ত্রকারীদের’ রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বানও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার রাতে জাতীয় নাগরিক কমিটির ফেইসবুক পেইজে এক ভিডিও বার্তায় এ আহ্বান জানান তিনি।
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ডের ঘটনার প্রতিবাদ জানিয়ে ভিডিও বার্তায় নাগরিক কমিটির সদস্য সচিব জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানান।
তার দাবি, “চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশের মুক্তির দাবিতে আন্দোলনকারীদের হামলায় সাইফুল ইসলাম আলিফ নামের একজন এপিপি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।
“এছাড়া আদালত প্রাঙ্গণে মসজিদ ভাঙচুরের ঘটনাও ঘটেছে। প্রতিটি ঘটনাই অত্যন্ত নিন্দনীয় ও শাস্তিযোগ্য অপরাধ। জাতীয় নাগরিক কমিটি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।”
তিনি বলেন, “জাতীয় নাগরিক কমিটি মনে করে, সরকার ও প্রশাসন নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করলে আজকের এই দিন দেখতে হত না।”
রাষ্ট্রদ্রোহের একটি মামলায় চিন্ময় দাশকে ঢাকা থেকে গ্রেপ্তারের পরদিন মঙ্গলবার চট্টগ্রামে নেওয়া হয়। চট্টগ্রাম আদালত থেকে তাকে কারাগারে নেওয়ার সময় সংঘর্ষের মধ্যে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের ওপর হামলা হয়।
চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালত থেকে বাসায় ফেরার পথে সড়কে ধারাল অস্ত্রের আঘাতে ওই আইনজীবীকে ‘হত্যা’ করা হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
দেশের বিরাজমান পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, “আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করেছি যে, বিগত বেশ কিছুদিন ধরে দেশজুড়ে অশান্ত পরিবেশ বিরাজ করছে। কতিপয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সহিংসতার ঘটনাসহ বিভিন্ন আশংকাজনক পরিস্থিতিতে সরকার ও পুলিশ প্রশাসনের কাছ থেকে নিষ্ক্রিয় অবস্থান লক্ষ্য করা যাচ্ছে।”
সরকারের সমালোচনা করে তিনি বলেন, “সরকারের বিভিন্ন সিদ্ধান্ত ও কাজে অদূরদর্শী ভূমিকা দেখা যাচ্ছে। এতে করে পতিত ফ্যাসিবাদী শক্তি নানাবিধ ষড়যন্ত্র করার সুযোগ পাচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানে সকল ধর্ম শ্রেণি-পেশার মানুষের সতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখেছি আমরা। দিল্লির তাবেদারি করা গণহত্যাকারী শেখ হাসিনাকে দিল্লিতে পালিয়ে যেতে বাধ্য করেছে এ দেশের আপামর জনগণ।
“চলমান পরিস্থিতিতে দেশের অভ্যন্তরে গণহত্যাকারী পতিত ফ্যাসিবাদী শক্তি এবং দেশের বাইরের ষড়যন্ত্রকারীরা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর পাঁয়তারা করছে।”
জনগণকে প্রতিক্রিয়াশীল না হওয়ার আহ্বান জানিয়ে এই ছাত্রনেতা বলেন, “আইন নিজের হাতে তুলে নিয়ে কোনোভাবেই প্রতিক্রিয়াশীল ভূমিকায় অবতীর্ণ হবেন না। দিল্লির এবং ফ্যাসিবাদী শক্তির পাতা ফাঁদে আমরা পড়তে যাচ্ছি।
“দেশের নাগরিকরাই পারে এই ষড়যন্ত্র রুখে দিতে। ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের সকলকেই আমাদের সার্বভৌমত্ব রক্ষায় এগিয়ে আসতে হবে। চট্টগ্রামসহ সকল স্থানে নাগরিকদের সজাগ দৃষ্টি রাখতে হবে।”