Published : 08 Jan 2025, 07:40 PM
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে যোগ দিয়েছেন আবু তাহের মো. মাসুদ রানা।
বুধবার তিনি কর্মস্থলে যোগ দেন বলে মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মো. জাহাঙ্গীর আলম খান জানান।
এদিনই জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু তাহেরকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব করে প্রজ্ঞাপন জারি করে সরকার।
নতুন কর্মস্থলে তাকে ফুল দিয়ে বরণ করে নেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার ও অন্যান্য কর্মকর্তারা।