Published : 10 Jun 2025, 10:18 PM
যুক্তরাজ্য সফরের প্রথম দিন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন উড়োজাহাজ নির্মাতা কোম্পানি এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ভাউটার ভ্যান ভার্স।
মঙ্গলবার লন্ডনের হোটেল ডরচেস্টারে মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন এয়ারবাসের ঊর্ধ্বতন ওই কর্মকর্তা বলে বাসস জানিয়েছে।
চার দিনের সরকারি সফরে প্রধান উপদেষ্টা স্থানীয় সময় সকাল ৭টা ৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে তিনি পার্ক লেইনের হোটেল ডরচেস্টারে যান; এই সফরে তিনি সেখানেই থাকবেন।
পরে হোটেলে তার সঙ্গে দেখা করতে আসেন ফ্রান্সভিত্তিক ইউরোপিয়ান নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় থেকে রাষ্ট্রীয় পতাকাবাহী বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের কাছে উড়োজাহাজ বিক্রির চেষ্টা চালিয়ে আসছে এয়ারবাস।