Published : 30 Jul 2024, 11:56 PM
পুলিশ বুর্যে অব ইনভেস্টিগেশন- পিবিআই প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক বনজ কুমার মজুমদার অবসর গেছেন।
এ ব্যাপারে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করলেও তা প্রকাশ করা হয় মঙ্গলবার।
প্রজ্ঞাপনে বলা হয়, “১৯ জুলাই তার বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি আইন ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ধারা ৪৩(১) (ক) অনুযায়ী বজন কুমারকে অবসর দেওয়া হল।”
২০ জুলাই থেকে এক বছরের অবসরোত্তর ছুটিতে (পিআরএল) থাকবেন এই পুলিশ কর্মকর্তা।
বনজ কুমার মজুমদার ২০১৬ সালে পিবিআইতে যোগ দেন। ডিআইজি হিসেবে যোগদানের পর এখানেই তার অতিরিক্ত আইজি হিসেবে পদোন্নতি হয়।
রাজশাহী প্রযুক্তি ও প্রকৌশলী বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা বনজ কুমার ১৯৯১ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন।
চাকরি জীবনে চট্রগ্রাম মহানগর পুলিশ, কক্সবাজারের জেলা পুলিশ সুপার, ঢাকা মহানগর পুলিশে কাজ করেছেন বনজ কুমার। ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের যুগ্ম কমিশনার পদে থাকার সময় ডিআইজি হিসেবে পদ্দোনতি পান তিনি। এরপরেই পিবিআইতে পাঠানো হয় তাকে।
পিবিআইতে যোগ দেওয়ার পর চট্টগ্রামের মিতু হত্যা মামলাসহ বেশ কিছু চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন করে আলোচনায় আসেন বনজ কুমার।
আরও পড়ুন
মিতু হত্যায় স্বামী বাবুল আক্তারের বিচার শুরুর আদেশ