Published : 22 May 2025, 10:50 PM
কলকাতায় বাংলাদেশের উপ-হাই কমিশনে কোরবানি বন্ধের নির্দেশনা দিয়ে বিতর্ক তৈরির ঘটনায় কূটনীতিক শাবাব বিন আহমেদকে অবিলম্বে ঢাকায় ফেরার নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বৃহস্পতিবার এক অফিস আদেশে তাকে নেদারল্যান্ডসের হেগে বাংলাদেশে দূতাবাস থেকে ঢাকায় বদলির কথা বলা হয়।
একইসঙ্গে তাকে কলকাতায় উপ-হাই কমিশনার করে বদলির আদেশ বাতিলের কথাও বলা হয়েছে সে অফিস আদেশে।
হেগে বাংলাদেশে দূতাবাসের মিনিস্টার (স্থানীয়) পদে দায়িত্ব পালন করছিলেন পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা শাবাব। গত বছর ২১ নভেম্বর তাকে কলকাতার উপ-হাই কমিশনার পদে বদলির আদেশ হয়েছিল।
কলকাতা মিশনে যোগ দেওয়ার আগেই সেখানে কোরবানি দেওয়ার প্রথা বন্ধে তার একটি নির্দেশনার বিষয়ে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
ওই নির্দেশনা দেওয়ার পর গণমাধ্যমের প্রশ্নে শাবাব যুক্তি দেন, স্বাগতিক দেশ ভারতের আস্থা অর্জন করাটা জরুরি। এই আস্থা অর্জনের জন্যই তিনি এই নির্দেশনা দিয়েছেন।
ওই খবরে বলা হয়েছিল, কলকাতা মিশনে কোরবানি করার রেওয়াজ দীর্ঘদিনের। ৩০ বছরের বেশি সময় ধরে কলকাতা মিশনে কোরবানি হয়ে আসছে। প্রতিবছরই পাঁচ থেকে সাতটি গরু এবং ছাগল কোরবানি করা হয়।
“এই কোরবানির গোশতের একটি বড় অংশ বিভিন্ন এতিমখানায় পাঠানো হয়। এছাড়া মিশনের চারপাশে বসবাসকারী মুসলিমদের মাঝেও কোরবানির গোশত বিতরণ করা হয়।”
শাবাবের এমন নির্দেশনার পরে আলোচনা-সমালোচনার মধ্যে বৃহস্পতিবার জারি করা অফিস আদেশে বলা হয়েছে, “আপনাকে সদর দপ্তর, ঢাকায় বদলির সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
“অতএব, বাংলাদেশ দূতাবাস, দ্য হেগ-এ আপনার বর্তমান দায়িত্বভার ত্যাগ করে অনতিবিলম্বে সদর দপ্তর, ঢাকায় প্রত্যাবর্তনের জন্য অনুরোধ করা যাচ্ছে।”
নতুন অফিস আদেশে নভেম্বরে শাবাবকে কলকাতায় উপ-হাই কমিশনার হিসেবে বদলির আদেশ বাতিলের কথাও বলা হয়েছে। ‘যথাযথ কর্তৃপক্ষের’ অনুমোদনক্রমে এ আদেশ জারির কথা লেখা হয়েছে সেখানে।