Published : 05 Jan 2025, 10:36 PM
দ্রুত বিচারিক সেবা দিতে আরেকটি হেল্প লাইন চালু করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
রোববার সুপ্রিম কোর্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন +৮৮ ০১৭৯৫৩৭৩৬৮০ নম্বরের পাশাপাশি আগের +৮৮ ০১৩১৬১৫৪২১৬ নম্বরেও অভিযোগ বা পরামর্শ জানাতে পারবেন বিচারপ্রার্থীরা।
সুপ্রিম কোর্ট প্রশাসন গত ২৬ সেপ্টেম্বর প্রথম হেল্প লাইন নম্বর চালু করে। সরকারি ছুটির দিন ছাড়া প্রতি রোববার থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা ৪টা পর্যন্ত সুপ্রিম কোর্ট প্রশাসনের একজন কর্মকর্তা এই হেল্পলাইন পরিচালনা করেন এবং সেবাগ্রহীতাকে প্রয়োজনীয় সাহায্য ও পরামর্শ প্রদান করেন।
এর আগে সুপ্রিম কোর্ট প্রশাসন জানায়, প্রথম নম্বর চালুর তিন মাসে এক হাজারের বেশি ফোনকল এসেছে। এর মধ্যে আইনি পরামর্শ গ্রহণের জন্য ৬০৪টি, বিভিন্ন মামলার তথ্য জানতে চেয়ে ৩৪৪টি ফোনকল আসে।
আরও পড়ুন-