Published : 02 Oct 2024, 09:46 PM
ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. খলিলুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে; তার জায়গায় দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে পদবঞ্চিত হিসাবে আবেদন করা এসএসএম সালেহ আহমেদকে।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে ভূমি মন্ত্রণালয়ের সচিব পদের রদবদলের বিষয়টি জানানো হয়।
বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে ‘বঞ্চিত’ হিসাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রতিকারের আবেদন করেছেন আড়াই হাজারের বেশি কর্মকর্তা। সেখান থেকে বাছাই করে ‘যোগ্যদের’ যথাযথ স্থানে নিয়োগ দেওয়ার প্রতিশ্রুতি আগেই দিয়ে রেখেছে সরকার।
প্রশাসনে রদবদলের এই সময়ে দায়িত্ব দেওয়ার পর স্বল্প সময়ের মধ্যে তা আবার প্রত্যাহারের ঘটনাও ঘটছে। খাদ্য মন্ত্রণালয়ের সচিব হিসাবে ইলাহী দাদ খান নামের একজনকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার একদিনের মধ্যে মঙ্গলবার তা আবার বাতিল করা হয়েছে।
বুধবার আরেক প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মাসুদুল হাসানকে পদন্নোতি দিয়ে খাদ্য সচিব করা হয়েছে।
গত সোমবার বিআইডব্লিউটিসির চেয়ারম্যান একেএম মতিউর রহমানকে অতিরিক্ত সচিব থেকে পদন্নোতি দিয়ে নৌ মন্ত্র্রণালয়ের সচিব করা হয়েছিল।
দুই দিনের মাথায় বুধবার সেই নিয়োগ বাতিল করে মতিউর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
সিদ্ধান্ত পরিবর্তনের কারণ জানতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুর রউফকে ফোন করা হলে তিনি ধরেননি।