Published : 26 Jun 2025, 08:26 PM
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের লোগো ব্যবহার করে নকল ওয়েবসাইট বানিয়ে তাতে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের নামে ভুয়া খবর প্রচার করা হচ্ছে।
ফেইসবুকে ভুয়া পেইজ খুলে সেখানেও খবরটি পোস্ট করা হয়েছে।
ভুয়া খবরটি নিজেদের ‘দৃষ্টিগোচরে’ আসার কথা তুলে ধরে এ বিষয়কে সবাইকে সচেতন থাকার অনুরোধ জানিয়েছে অর্থ উপদেষ্টার দপ্তর।
এই জালিয়াতরা এর আগেও অর্থ উপদেষ্টাকে নিয়ে এ ধরনের ভুয়া খবর ছড়িয়েছে। সেসব ঘটনাতেও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের লোগো ব্যবহার করে প্রায় একই রকম দেখতে নকল ওয়েবসাইট বানায় তারা।
এবার প্রধান উপদেষ্টাকে জড়িয়েও ভুয়া খবর ছড়িয়েছে তারা, যেখানে মুহাম্মদ ইউনূসর মুখ দিয়ে বলানো হচ্ছে, বাংলাদেশ সরকার নতুন একটি বিনিয়োগ প্ল্যাটফর্ম চালু করেছে, যেখানে ন্যূনতম ৩১ হাজার টাকা বিনিয়োগ করলে প্রতি সপ্তাহে ৩ লাখ ৭০ হাজার টাকা পর্যন্ত আয় করা সম্ভব!
আর অর্থ উপদেষ্টাকে জড়িয়ে এবারের ভুয়া খবরটির শিরোনাম করা হয়েছে, ‘বিতর্কিত সাক্ষাৎকারের পর সালেহউদ্দিন আহমেদের মুক্তির দাবি সমর্থকদের’।
খবরের ভেতরে বলা হচ্ছে, “অর্থ উপদেষ্টাকে আটক করার প্রতিবাদে তার সমর্থকরা ক্ষোভ প্রকাশ করেছেন। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি এমন গোপন তথ্য ফাঁস করেছেন, যা দেশের অর্থনীতির ক্ষতি করতে পারে। এ কারণে তাকে গৃহবন্দি রাখা হয়েছে এবং কর্তৃপক্ষ তাকে সংবাদমাধ্যমের সঙ্গে যেকোনো ধরনের যোগাযোগ কঠোরভাবে নিষিদ্ধ করেছে।”
খবরের সঙ্গে অর্থ উপদেষ্টার চারটি ছবিও ছাপা হয়েছে। এর মধ্যে তিনটি ছবি চ্যানেল২৪ এর একটি অনুষ্ঠান থেকে নেওয়া।
ভুয়া খবরটির বিষয়ে অর্থ উপদেষ্টার দপ্তর বলছে, "হ্যাঁ এটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এটি সম্পূর্ণ একটি বানোয়াট ও মিথ্যা সাক্ষাৎকার।
“যেসব ছবি ব্যবহার করা হয়েছে, সেগুলো প্রায় দুই বছর আগের চ্যানেল২৪ এর একটি অনুষ্ঠানের ছবি।”
অর্থ উপদেষ্টার দপ্তর বলছে, “প্রথমে দেখে মনে হয়, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নিউজ লিংক। কিন্তু প্রকৃতপক্ষে তা নয়, ভুয়া ডোমেইন ব্যবহার করে, অসৎ উদ্দেশ্য নিয়ে কেউ এটি করেছে। সাক্ষাৎকারটি একটু পড়লেই বোঝা ঝায় যে এটি বানোয়াট এবং ভুয়া।
“সব দিক বিবেচনায় এমন কাজ অবশ্যই অপরাধ। অর্থ মন্ত্রণালয় এ বিষয়ে সংক্ষুব্ধ হয়েছে। অসৎ পন্থায় ইন্টারনেটের ব্যবহার কোনোভাবেই কাম্য নয়। সরকার ও অর্থ মন্ত্রণালয়ের মতো রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে যে গোষ্ঠী ভুয়া তথ্য ছড়াচ্ছে তারা বাংলাদেশের শত্রু। সবাইকে এ বিষয়ে সচেতন থাকার অনুরোধ করা হচ্ছে।"
ভুয়া ওয়েবসাইটির ওপরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মাস্টহেড ব্যবহার করা হলেও অন্যান্য নকশার অসামঞ্জস্য ধরা পড়ে সহজেই। টিকারে যেসব সংবাদের শিরোনাম দেখানো হচ্ছে, তাতে বোঝা যায় জালিয়াতির কাজটি করা হয়েছে মে মাসে।
১. bdnews24.com লোগো ব্যবহার করা হলেও ইউআরএলে দেখাচ্ছে discountcareservices.com
২. তারিখ দেখানো হয়েছে ২৬ মে।
৩. ওয়েবসাইটের উপরে ক্যাটাগরি ট্যাব আর লোগো বসানোর নকশা অসামঞ্জস্যপূর্ণ
৪. বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের স্টোরি পেইজে টিকার বা স্ক্রল নেই। কিন্তু ভুয়া সাইটে সেটাও বসিয়ে দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের একজন মুখপাত্র বলেছেন, “আমাদের লোগো ব্যবহার বার বার এরকম জালিয়াতি করা হচ্ছে। এ বিষয়ে আমরা ব্যবস্থা নেব।”
আরও পড়ুন
বিডিনিউজ টোয়েন্টিফোরের নামে ভুয়া সাইট বানিয়ে এবার প্রধান উপদেষ্টাকে জড়িয়ে ‘ফেইক নিউজ’
বিডিনিউজ টোয়েন্টিফোরের নামে ভুয়া সাইট বানিয়ে উপদেষ্টাকে জড়িয়ে ‘ফেইক নিউজ’
বিডিনিউজ টোয়েন্টিফোরের লোগো বসিয়ে ভুয়া সাইটে ফের ‘ফেইক নিউজ’
বিডিনিউজ টোয়েন্টিফোরের নামে ভুয়া সাইট বানিয়ে এবার সাদিয়া আয়মানকে জড়িয়ে ‘ফেইক নিউজ’