Published : 09 Apr 2024, 03:50 PM
ঈদের আগে রাজধানীর ফাঁকা রাস্তায় মেট্রোরেলের পিয়ারে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে গেছে একটি বাস।
মঙ্গলবার দুপুরে আগারগাঁও এলাকায় এ ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হওয়ার তথ্য জানিয়েছে পুলিশ।
কাফরুল থানার ওসি ফারুকুল আলম বলেন, দুপুর ২টার দিকে আগারগাঁও বিমান যাদুঘরের সামনে সেফটি পরিবহনের একটি দ্রুতগামী বাস নিয়ন্ত্রণ হারিযে মেট্রোরেলের ৭৪ নম্বর পিয়ারে ধাক্কা খায়।
তাতে মেট্রো রেলের পিয়ারের সঙ্গে লাগানো পানি নিষ্কাশনের পাইপ ভেঙে যায় এবং বাসটি দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে যান। পরে আহতদের সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়।