Published : 02 Jun 2025, 06:05 PM
পুলিশের সাবেক আইজি এ কে এম শহীদুল হক, তার স্ত্রী ও ছেলের নামে থাকা ২৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত।
এসব হিসাবে এক কোটি ১২ লাখ ৮ হাজার ৮৫৩ টাকা রয়েছে।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বলেন, ২৩ ব্যাংক হিসাবের মধ্যে শহীদুল হকের নামে ৯টি, স্ত্রী শামসুন্নাহার রহমানের নামে ৪টি, ছেলে রাকিব বিন শহীদের নামে দুইটি। বাকি ৮টি মজিদ জরিনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব।
দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলম এসব হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, শহীদুল হকের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম, অপরাধ ও অবৈধ আর্থিক লেনদেনের মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান চলছে। অভিযোগে পড়া ব্যক্তিরা এসব ব্যাংক হিসাব থেকে টাকা উত্তোলন, হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টায় আছেন।
এ কারণে তাদের নামে থাকা ২৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন বলে মনে করছে দুদক। আবেদনে বলা হয়েছে, এসব হিসাব অবরুদ্ধ করা না হলে তা বাজেয়াপ্ত করা সম্ভব হবে না।
শহীদুল হক আওয়ামী লীগ সরকারের সময়ে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর থেকে ২০১৮ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত পুলিশ মহাপরিদর্শক ছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন তিনি।
শহীদুল হক ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আইজিপি হিসেবে নিয়োগ পান। ২০১৮ সালের ৩১ জানুয়ারি অবসরে যান তিনি।
সরকার পতনের পর গত ৩ সেপ্টেম্বর উত্তরা ১৬ নম্বর সেক্টর থেকে শহীদুল হককে গ্রেপ্তার করা হয়।