Published : 13 Jul 2024, 09:48 PM
কোটা সংস্কারের আন্দোলনে নেমে শাহবাগে পুলিশের কাজে বাধা ও সাঁজোয়া যান ভাঙচুরের মামলার তদন্ত প্রতিবেদন দাখিলে ২১ অগাস্ট দিন ধার্য করেছে আদালত।
ঢাকা মহানগর হাকিম আলী হায়দার চৌধুরী শনিবার এ তারিখ রাখেন বলে পুলিশের অপরাধ তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপ কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান জানান।
রাজারবাগ পুলিশ লাইনসের পরিবহন বিভাগের চালক খলিলুর রহমান শুক্রবার শাহবাগ থানায় অজ্ঞাত শিক্ষার্থীদের নামে এ মামলা করেন।
এজাহারে বলা হয়, “পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার অজ্ঞাতপরিচয় ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে জড়ো হন। তারা সরকারি দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করেন। শাহবাগে ব্যারিকেড ভেঙে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি করেন। কর্তব্যরত পুলিশ সদস্যদের মারধর করেন।
“পরে তারা হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিকে যেতে থাকলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাত্রদের বুঝিয়ে পুনরায় শাহবাগ মোড়ে ফেরাতে যান। এসময় বিএসএমএমইউয়ের পাশে নিরাপদ স্থানে রাখা এপিসি-২৫ ও জলকামান ঘেরাও করে সেগুলোর ওপর উঠে আন্দোলনকারীরদের অনেকে ‘উদ্দাম নৃত্য’ করেন। তারা জলকামানের চালককে গাড়ি থেকে জোর করে বের করার চেষ্টা ও গতিরোধ করেন। ফলে এপিসি-২৫ এর সামনের দুইটি এসএস স্ট্যান্ড, বনাটের উপরে বাম পাশে রেডিও অ্যান্টেনা এবং ডান পাশের পেছনের চাকার মার্টগার্ড চলি, জলকামানের বাম পাশের লুকিং গ্লাস ভেঙে অনুমানিক পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি করেন।”
২০১৮ সালে সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে কোটা তুলে দিয়ে জারি করা পরিপত্র গত ৫ জুন হাই কোর্ট অবৈধ ঘোষণার পর সেই পরিপত্র ফিরিয়ে আনার দাবিতে, অর্থাৎ কোটা তুলে দেওয়ার দাবিতে শিক্ষার্থীরা মাঠে নামে। পরে তারা কোটা সংস্কারের দাবি সামনে নিয়ে আসে।
বুধবার হাই কোর্টের আদেশে আপিল বিভাগ চার সপ্তাহের স্থিতাবস্থা দেওয়ার পরদিন হাই কোর্টের রায়ের বাস্তবায়নযোগ্য অংশ প্রকাশ হয়। এতে বলা হয়, সব ধরনের কোটাই রাখতে হবে, তবে সরকার চাইলে কোটার হার কমাতে পারবে, আর কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে মেধা তালিকা থেকে তা পূরণ করা যাবে।
আদালতের আদেশের মধ্যেই বৃহস্পতিবার শাহবাগে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করতে আসা শিক্ষার্থীদের প্রথমবারের মত বাধা দেওয়ার চেষ্টা করে পুলিশ। এরপরেও শিক্ষার্থীরা চার ঘণ্টা অবরোধ চালিয়ে যায়, পুলিশের সাঁজোয়া যানের ওপর উঠে পড়েন অনেকে।
শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলায় বলা হয়, “ছাত্রদের অন্যান্য সিনিয়র স্যাররা বুঝিয়ে শুনিয়ে এপিসি-২৫ ও জলকামান থেকে নামিয়ে আনেন এবং পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। কিন্তু তারা আরও ক্ষিপ্ত হয়ে পুলিশকে লক্ষ্য করে পানির বোতল, টেপটেনিস বল ও ইটের টুকরা ছুঁড়ে মারেন। এতে অনেক পুলিশ সদস্য আঘাত পান।
“একপর্যায়ে অজ্ঞাতপরিচয় ছাত্ররা জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শাহবাগের আন্দোলনে যোগ দিয়ে বারডেম হাসপাতালের গেইটের ব্যারিকেড ভেঙে পুলিশ সদস্যদের আহত করেন। ছাত্ররা হামলা ও শাহবাগ থানায় ছাত্রদের ধরে নেওয়ার গুজব ছড়িয়ে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করেন।”
আরও পড়ুন-
কোটা আন্দোলন: পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগে মামলা
কোটার বিরোধিতা: রোববার গণপদযাত্রা, রাষ্ট্রপতিকে স্মারকলিপি
কোটা সংস্কারের পথ খুলল হাই কোর্টের রায়ে
কোটা আন্দোলন: ছুটির দিনেও শাহবাগ অবরোধ করে বিক্ষোভ
কোটা সংস্কার আন্দোলনের যৌক্তিকতা নেই: কাদের
কোটা আন্দোলন: রাস্তা বন্ধ করলে 'যৌক্তিক' কাজটি করার ঘোষণা হারুনের