Published : 05 Jun 2025, 03:43 PM
নৌপথের ঈদযাত্রায় বাড়তি ভাড়ার তথ্য পাননি বলে দাবি করেছেন ঢাকার পাগলা কোস্ট গার্ড স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট বি এম তানজীমুল ইসলাম।
তিনি বলেছেন, “ভাড়া নিয়ে কোনো অনিয়ম আমরা এখনও দেখি নাই। প্রত্যেকটা লঞ্চে আমাদের হটলাইন নম্বর দেওয়া আছে। যাত্রীরা যদি কমপ্লেইন করে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব।”
বৃহস্পতিবার ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
সারাদেশে কোস্ট গার্ডের নেওয়া নিরাপত্তা ব্যবস্থা তুলে ধরে তানজীমুল ইসলাম বলেন, “অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ এবং নৌপথের নিরাপত্তায় নিয়মিত টহলসহ যৌথ এবং সাঁড়াশি অভিযান পরিচালনা করছে কোস্ট গার্ড।”
কোস্ট গার্ডের চারটি জোনের আওতাভুক্ত ঢাকা, ভোলা, চট্টগ্রাম ও মোংলার বিভিন্ন গুরুত্বপূর্ণ লঞ্চ, খেয়া ও ফেরিঘাটে বিশেষ টহল চালানোর কথা জানিয়েছেন তিনি।
তানজীমুল ইসলাম বলেন, “দুষ্কৃতিকারীরা যেন কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড সংগঠিত করতে না পারে, তার জন্য সদা তৎপর রয়েছে কোস্ট গার্ডের প্রতিটি সদস্য। যার মাধ্যমে যাত্রীদের নৌযাত্রা নিরাপদ থাকবে বলে আশা করা যায়।
“কোস্ট গার্ডের কার্যক্রম দিন-রাত ২৪ ঘণ্টা অব্যাহত আছে। ঈদ পরবর্তী যাত্রী সাধারণের নৌযাত্রা নিরাপদ রাখতেও এই কার্যক্রম চলমান থাকবে।”
ছুটি শুরু হওয়ায় বৃহস্পতিবার নৌপথে যাত্রীর চাপ রয়েছে জানিয়ে তিনি বলেন, “আমাদের টিম সার্বক্ষণিক কাজ করছে। লঞ্চগুলো আমরা পরিদর্শন করছি।
“লঞ্চের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা এবং যাত্রীদের যদি কোনো অভিযোগ থাকে, আমরা তাৎক্ষণিক অভিযোগগুলো শুনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার চেষ্টা করছি।”