Published : 31 Jan 2025, 11:29 AM
স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে দ্বিতীয় দিনের মতো অনশন চালিয়ে যাচ্ছেন রাজধানীর সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।
তবে শিক্ষার্থীরা ভোরে রাস্তায় ছেড়ে দেওয়ায় ওই পথে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
এর আগে রাত ৩টার দিকে তিতুমীর ঐক্যের অফিসিয়াল ফেইসবুক পেইজে এক ঘোষণায় বলা হয়েছে, শুক্রবার রাস্তায় জুমার নামাজ পড়বেন তারা।
সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে বুহস্পতিবার বেলা ১২টার ক্যাম্পাসের সামনের সড়কে এই কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। পাশাপাশি অনশন কর্মসূচিও চলতে থাকে।
অবরোধের কারণে মহাখালী থেকে গুলশান পর্যন্ত সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ কারণে দিনভর আশপাশের সড়কে তীব্র যানজটে ভোগান্তি পড়ে মানুষ।
সড়ক অবরোধের মধ্যে রাত পৌনে ৯টার দিকে কলেজের প্রধান ফটকের সামনে আন্দোলনরতদের সঙ্গে কথা বলেন শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. নুরুজ্জামান।
দাবি-দাওয়া সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে তুলে ধরবেন, তার এমন আশ্বাসেও পথ ছাড়েননি শিক্ষার্থীরা। রাত সোয়া ১টাও শিক্ষার্থীদের সড়কে অবস্থান করতে দেখা যায়।
পরে ভোর ৪টার দিতে রাস্তা ছেড়ে কলেজের প্রধান ফটকের সামনে অবস্থান নেন অনশনরত শিক্ষার্থীরা।
শুক্রবার সকাল থেকে মহাখালী থেকে গুলশান সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
শিক্ষার্থীরা জানিয়েছেন, অনশনরত অবস্থায় অসুস্থ হয়ে তিতুমীর কলেজের ৭ জন শিক্ষার্থী সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এছাড়া বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রানা আহমেদ ও গণিত বিভাগের শিক্ষার্থী আমিনুল ইসলাম চিকিৎসাধীন রয়েছেন।