Published : 13 Jan 2025, 04:32 PM
সরকারি কর্ম কমিশনে (পিএসসি) নতুন ছয় সদস্যের নিয়োগ বাতিল করা হয়েছে।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
গত ২ জানুয়ারি নতুন নিয়োগ পেলেও তাদের শপথ আর নেওয়া হল না।
যাদের নিয়্গে বাতিল করা হয়েছে তারা হলেন- অধ্যাপক শাহনাজ সরকার, মো. মুনির হোসেন, এ এফ জগলুল আহমেদ, মো. মিজানুর রহমান, সাব্বির আহমেদ চৌধুরী ও অধ্যাপক সৈয়দা শাহিনা সোবহান।
শপথ নেওয়ার জন্য গত বৃহস্পতিবার তাদের সুপ্রিম কোর্টে যাওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়।
তার আগে বুধবার রাতে সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, নিয়োগ পরীক্ষা সংক্রান্ত কাজের জন্য ওইদিনের পূর্বনির্ধারিত শপথ অনুষ্ঠান স্থগিত করতে চিঠি দিয়েছিল পিএসসি। সে পরিপ্রেক্ষিতেই শপথ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।
পিএসসির এক কর্মকর্তাও শপথ অনুষ্ঠান স্থগিত করতে সুপ্রিম কোর্ট প্রশাসনকে চিঠি দেওয়ার তথ্য দিয়েছিলেন।
এই ছয় জনের আগে দুই ধাপে পিএসসিতে আটজনকে দায়িত্ব দিয়েছিল সরকার, যারা কাজ শুরু করেছেন।