Published : 25 Jun 2024, 11:47 PM
মহাকাশ আবহাওয়া পর্যবেক্ষণে বাংলাদেশে প্রথমবার স্থাপন করা হয়েছে ‘জিএনএসএস আয়নোস্ফিয়ারিক অবজারভেটরি’।
মঙ্গলবার ঢাকার মিরপুর সেনানিবাসে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) প্রাঙ্গণে এটি স্থাপন করা হয় বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে।
ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট অব জিওফিজিক্স অ্যান্ড ভলকানোলজির (আইএনজিভি) সঙ্গে এ উদ্যোগ বাস্তবায়ন করেছে এমআইএসটি।
পরে ‘জিএনএসএস আয়নোস্ফিয়ারিক অবজারভেটরি: নিউ হরাইজন অব কোলাবোরেটিভ স্পেস রিসার্চ ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনার আয়োজন করা হয়।
এতে ইতালীয় বিশেষজ্ঞ ইমানুয়েল পিকা বিশ্বজুড়ে ‘আয়নোস্ফিয়ারিক স্পেস ওয়েদার মনিটরিংয়ে’ ইতালির বিস্তৃত নেটওয়ার্ক সম্পর্কে ধারণা দেন। এ নেটওয়ার্কের ডেটা কীভাবে মহাকাশ গবেষণায় কাজে লাগানো হচ্ছে, সে সম্পর্কে বলেন তিনি।
আইএনজিভির প্রযুক্তি সিস্টেমে আয়নোস্ফিয়ারিক তথ্য ব্যবস্থাপনা ও বিস্তারের বিষয়ে ব্যাখ্যা করেন ইতালির আরেক বিজ্ঞানী ম্যাসিমো ভায়োলা।
সেমিনারে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিন বলেন, “সেমিনারটি বৈজ্ঞানিক গবেষণার অগ্রগতি, শিক্ষা ও উদ্ভাবনকে উৎসাহ দেবে। এর মাধ্যমে জাতীয় ও বৈশ্বিক সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও সামাজিক সুবিধা দিয়ে এমআইএসটিকে উপকৃত করবে।”
এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম সেমিনারে বাংলাদেশের প্রেক্ষাপটে জিএনএসএস প্রযুক্তি ব্যবহার করে মহাকাশ গবেষণার গুরুত্ব তুলে ধরেন।
তিনি বলেন, “বাংলাদেশ আন্তর্জাতিক পর্যায়ে হাত মিলিয়ে বিশ্বব্যাপী আয়নোস্ফিয়ারিক পর্যবেক্ষণকে উৎসাহিত করবে।”
সেমিনারে আলোচকরা বলেন, ২০২১ সালে এমআইএসটির সঙ্গে স্বাক্ষরিত সহযোগিতা চুক্তির মাধ্যমে বাংলাদেশে বৈজ্ঞানিক সহযোগিতা বাড়ানো এবং আয়নোস্ফিয়ারিক অবজারভেটরি স্থাপন করছে আইএনজিভি। এটি এশিয়া মহাদেশ জুড়ে পর্যবেক্ষণ ক্ষমতা আরও জোরদার করবে।