Published : 06 Apr 2025, 05:07 PM
সরকারি কর্মচারী বাতায়নে সদ্য তোলা রঙিন ছবি না দিলে সরকারি কর্মকর্তাদের পদোন্নতি দেওয়া হবে না বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
রোববার মন্ত্রণালয় অতি জরুরি এক বিজ্ঞপ্তিতে দিয়ে এ কথা জানায়।
বিজ্ঞপিএত বলা হয়েছে, সরকারি কর্মচারী বাতায়নে (জিইএমএস) ব্যক্তিগত তথ্য বিবরণ (পিডিএস) হালনাগাদ করার ক্ষেত্রে অনূর্ধ্ব ছয় মাসের মধ্যে তোলা রঙিন ছবি সংযোজন করতে হবে। একই সঙ্গে নিজ দায়িত্বে জরুরি ভিত্তিতে ব্যক্তি তথ্য হালনাগাদ করতে হবে।
“যেসব কর্মকর্তা নতুন রঙিন ছবি সংযোজনসহ জিইএমএস-এ পিডিএস-এর তথ্য হালনাগাদ করতে ব্যর্থ হবেন, তাদের কেস পদোন্নতির জন্য বিবেচিত হবে না।”
মন্ত্রণালয়ের একজন উপ-সচিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটা সকল কর্মকর্তাদের জন্য প্রযোজ্য হবে।”