Published : 20 May 2025, 06:07 PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের বিচার দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।
মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার পর বৃষ্টির মধ্যে তাদের অবরোধের ফলে শাহবাগ ও আশেপাশের এলাকায় তীব্র যানজট তৈরি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
অবরোধের মধ্যে বিকালে শাহবাগ থেকে কাটাবন মোড় পর্যন্ত যানবাহন চলাচল একেবারে থেমে থাকতে দেখা যায়। বৃষ্টির কারণে সড়কে বিপাকে পড়া মানুষেরা যানবাহনের ধীরগতির কারণে আরও ভোগান্তিতে পড়েন।
বৃষ্টি মাথায় ছাত্রদল নেতাকর্মীরা শাহবাগে মোড়ে সাম্য হত্যার বিচার দাবি করে স্লোগান দেন।
ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির বলেন, “এ সরকার ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সাম্যের হত্যাকারীদের গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে। আমরা এখনও পর্যন্ত কোনো অগ্রগতি দেখছি না। অনতিবিলম্বে এ সরকার ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদত্যাগ দাবি করছি।”
গত ১৩ মে রাত ১১টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে আহত হন শাহরিয়ার আলম সাম্য। রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পরদিন সকালে সাম্যের বড় ভাই শরীফুল আলম শাহবাগ থানায় ’১০-১২ জনকে’ আসামি করে মামলা করেন। ওই মামলায় তিনজনকে গ্রেপ্তার করে রিমান্ডে নেয় পুলিশ।
সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন তিনি। তার বাড়ি সিরাজগঞ্জের বেলকুচিতে।
তার হত্যাকাণ্ডের বিচার দাবিতে এক সপ্তাহ ধরে আন্দোলন করে আসছেন ছাত্রদল ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। এর আগেও তারা শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ-সমাবেশ করেন।