Published : 29 Jun 2025, 11:45 AM
ঢাকার হাজারীবাগে একটি বাসার পানির ট্যাংক পরিষ্কার করার সময় বিস্ফোরণে শিশুসহ চারজন দগ্ধ হয়েছে।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ট্যানারি মোড় এলাকায় এই ঘটনা ঘটে। রাতেই তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন- জিয়া উদ্দিন (৪২), তার দুই মেয়ে ফারিয়া সুলতানা (২) ও নাজিয়া সুলতানা রাফিয়া (৭) এবং বেলাল হোসেন নামের আরেক ব্যক্তি।
ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন শাওন বিন রহমান বলেন, বাসায় পানির ট্যাংক পরিষ্কারের সময় বিস্ফোরণ ঘটে বলে আহতদের স্বজনরা জানিয়েছেন।
“জিয়া উদ্দিনের শরীরের ৪ শতাংশ, বেলাল হোসেনের ১৭ শতাংশ, ফারিয়ার ৫ শতাংশ এবং রাফিয়ার শরীরের ৬ শতাংশ পুড়ে গেছে। তাদের অবস্থা এখন ভালো আছে, তারা সবাই হাসপাতালে চিকিৎসাধীন।”