Published : 24 Feb 2025, 01:30 AM
রাজধানীর হাজারীবাগ এলাকায় ‘চাপাতি হাতে কয়েকজন ঘুরছে’- মসজিদের মাইকে এমন ঘোষণা দেওয়ার পর স্থানীয়দের মধ্যে ‘হুলস্থুল’ হওয়ার তথ্য দিয়েছে পুলিশ।
যদিও পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, তারা এলাকায় ঘুরে সন্দেহভাজন কারো উপস্থিতি দেখতে পাননি।
হাজারীবাগ থানার ওসি সাইফুল ইসলাম বলেন, "আমরা স্থানীয় কয়েকটি সিসি ক্যামেরার ফুটেজ দেখেছি। একটি ফুটেজে ১০-১২জন কিশোরকে এলাকার একটি গলিতে জড়ো হতে দেখা যায়।
“প্রায় ১০ মিনিট ঘোরাঘুরির পর তারা চলে যায়। তাদের আচরণে কোনো উচ্ছৃঙ্খলতা বা হাতে কোনো ধারালো অস্ত্র দেখা যায়নি।”
তবে ওই কিশোরদের পরিচয় জানাতে পারেননি ওসি।
স্থানীয়রা জানান, আলী হোসেন বালিকা বিদ্যালয় এলাকায় কয়েকজন চাপাতি নিয়ে ঘুরছে বলে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়।
ওই এলাকার বাসিন্দা কামাল হোসেন বলেন, “ঘোষণা শোনার পর অনেকে লাঠিসোঁটা নিয়ে সড়কে বের হলেও সন্দেহজনক কাউকে দেখা যায়নি।”
ওসি বলেন, “কিছুদিন আগে ওই এলাকায় স্থানীয়দের সঙ্গে একটি বৈঠক হয়। সেখানে অপরাধ মোকাবেলায় সবার সহযোগিতা চাওয়া হয়। কিশোর গ্যাং বা সন্ত্রাসীদের আনাগোনা দেখলে মাইকে ঘোষণা দেওয়ার কথাও বলা হয়েছিল ওই সভায়।
"এর মধ্যে কয়েক কিশোরকে দেখে স্থানীয় এক ব্যক্তি মসজিদের মুয়াজ্জিনকে মাইকে ঘোষণা দিতে বলেন। আর ঘোষণার পর পুরো এলাকায় হুলস্থূল বেঁধে যায়।"