Published : 22 Mar 2025, 07:01 PM
রাজধানীতে প্রায় দেড় লাখ ইয়াবা বড়িসহ চারজনকে গ্রেপ্তার করার তথ্য দিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর হাতিরঝিলে একটি প্রাইভেটকার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার চারজন হলেন নজরুল ইসলাম ওরফে সোহেল রানা (৩৪), আল মামুন (৩২), মো. ফারুক (৪৬) ও তার স্ত্রী তানিয়া (৩২)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক (ঢাকা মেট্রো) শামীম আহমেদ বলেন, দীর্ঘদিন ধরে চক্রটিকে ধরার চেষ্টা চলছে। এর আগে একাধিক অভিযানও চালানো হয়েছে।
"আমাদের অভিযান কয়েকবার ব্যর্থ হলেও এবার সফলতা আসে। মূল মাদক ব্যবসায়ী নজরুল ইসলামকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই।"
শামীম আহমেদ বলেন, বায়িং হাউজ ও আবাসন ব্যবসার আড়ালে তারা টেকনাফ থেকে বিলাসবহুল গাড়িতে ইয়াবার বড় বড় চালান ঢাকায় আনেন। এরপর বিভিন্ন অভিজাত এলাকাসহ বিভিন্ন জেলায় সেগুলো ‘পাইকারি মাদক ব্যবসায়ীদের’ কাছে সরবরাহ করেন তারা।
নজরুল ইসলাম দীর্ঘদিন এ কাজে জড়িত মন্তব্য করে উপ-পরিচালক বলেন, প্রাইভেটকারে প্রথমে তল্লাশি চালিয়েও ইয়াবা পাওয়া যায়নি।
"সোর্স নিশ্চিত করা পরেও না পাওয়ায় আমরা পুঙ্খানুপুঙ্খ তল্লাশি চালাই। গাড়ির পাদানির প্যানেলে নতুন করে ঝালাই। পরে সেটি খুলে ৮০০টি নীল রংয়ের জিপারযুক্ত পলি প্যাক পাওয়া যায়। এগুলোয় ১ লাখ ৬০ হাজার ইয়াবা মেলে।"
সাম্প্রতিক সময়ের মধ্যে এটিকে ইয়াবার বড় চালান দাবি করে এ কর্মকর্তা বলেন, “চক্রটি ধরতে তাদেরকে প্রায় সাত কিলোমিটার ধাওয়া করতে হয়।”