Published : 22 Aug 2024, 12:30 AM
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সকল সংসদ সদস্যের লাল পাসপোর্ট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব (নিরাপত্তা ও বহিরাগমন অনুবিভাগ) আলী রেজা সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করায় এবং সংসদ বিলুপ্ত হওয়ায় তাদের লাল পাসপোর্ট বাতিলের সিদ্ধান্তের কথা মৌখিকভাবে পাসপোর্ট অধিদপ্তরকে জানিয়ে দেওয়া হয়েছে।”
ইতিমধ্যে অধিদপ্তর তাদের কাজ শুরু করেছে জানিয়ে তিনি বলেন, “আমরা আনুষ্ঠানিকভাবে বৃহস্পতিবার পাসপোর্ট অধিদপ্তরকে জানাব।”
এসব পাসপোর্ট পাওয়ার প্রাপ্যতা যাদের ছিল কিন্তু বর্তমানে তারা সেই পদটা ধারণ করেন না বা নেই, তাদের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে।
উদাহরণ টেনে বলেন, “সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সকল সংসদ সদস্য, তার সরকারের মন্ত্রিসভার সদস্য, চুক্তিভিত্তিক নিয়োগে যারা ছিলেন বর্তমানে নেই; বাধ্যতামূলক অবসরে যেসব সচিব গিয়েছেন, তাদের পাসপোর্ট বাতিলের ব্যাপারেও এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
কত জনের এই লাল পাসপোর্ট বাতিল হচ্ছে, সেই সংখ্যাটি এই মুহূর্তে তার কাছে নেই উল্লেখ করে এই কর্মকর্তা বলেন, “পাসপোর্ট অধিদপ্তর এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এই দুই জায়গা থেকে এ ধরনের পাসপোর্ট ইস্যু হয়। সংখ্যা তাদের কাছেই রয়েছে এটা জেনে বলতে হবে।”
কোটা বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যান। এরপর সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়।