Published : 22 Jun 2024, 09:17 PM
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
শনিবার বঙ্গভবনে তাদের সাক্ষাৎ হয় বলে বঙ্গভবন থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এতে বলা হয়, দায়িত্ব পালনকালে সহযোগিতার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সেনাবাহিনী প্রধান শফিউদ্দিন। সেনাবাহিনীর সার্বিক কার্যক্রম, বিশেষ করে উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে তিনি অবহিত করেন।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে গড়ে ওঠা সশস্ত্র বাহিনী দেশের গর্ব।
সেনাবাহিনীর উন্নয়নে বিদায়ী সেনাপ্রধানের ভূমিকার প্রশংসা করে উন্নয়নের ধারা ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সেনাপ্রধান হিসেবে শফিউদ্দিন আহমেদের দায়িত্ব শেষ হচ্ছে শনিবার। ২০২১ সালের ২৪ জুন থেকে তিনি এ দায়িত্ব সামলে আসছেন।
এ বাহিনীর প্রধান হিসেবে রোববার বিকালে দায়িত্বগ্রহণ করবেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান; তিনি এতদিন চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
গত ১১ জুন প্রতিরক্ষা মন্ত্রণালয় তার নিয়োগের আদেশ জারি করে। আগামী তিন বছর তিনি এ দায়িত্ব পালন করবেন।