Published : 31 Oct 2024, 08:59 PM
সরকার পতনের পর একের পর এক ছিনতাইয়ে আলোচিত রাজধানীর মোহাম্মদপুরে দুই ছিনতাইকারীকে হাতেনাটে আটক করার কথা জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে শ্যামলী এলাকায় এক নারীর ব্যাগ ছিনতাইয়ের চেষ্টাকালে সেনাবাহিনীর টহল দলের কাছে তারা ধরা পড়েন বলে জানানো হয়েছে।
মো. জুয়েল এবং মো. সিরাজ নামের দুই জনই জেনিভা ক্যাম্পের বাসিন্দা। তাদেরকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
সেনাবাহিনীর শেরে বাংলা নগর এবং বছিলা ক্যাম্প থেকে জানানো হয়েছে, মোহাম্মদপুর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার জন্য নিয়োজিত সেনাবাহিনীর ‘ডেয়ারিং টাইগার্স’ ২৩ ইস্ট বেঙ্গলের একটি টহল দল শ্যামলীতে এক নারীর ব্যাগ ছিনতাই করার ঘটনা দেখতে পায়।
টহল দলের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টাকালে সেনা সদস্যরা প্রায় ৮০০মিটার তাড়া করে তাদের ধরে ফেলে।
মোহাম্মদপুর থানার এসআই মো. রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জুয়েল এবং সিরাজ নামে দুইজনকে আটক করে সেনাবাহিনী সদস্যরা তাদের কাছে দিয়ে গেছে।
এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।