Published : 26 Jun 2023, 12:00 PM
মধ্যরাতে বাইরে যেতে বাধা দেওয়ায় বাড়ির নিরাপত্তারক্ষীকে ছুরি মেরে হত্যা করেছেন একজন ভাড়াটিয়া।
নিহতের নাম আজিম মিয়া (৬০)।
শেরেবাংলা নগর থানার ওসি উৎপল বড়ুয়া বলেন, রাজধানীর আগারগাঁওয়ে সোমবার রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
আজিম মিয়া পশ্চিম আগারগাঁওয়ের ৫৯ নম্বর বাড়ির নিরাপত্তার দায়িত্ব সামলাতেন।
বাড়ির মালিক ইমাম হোসেন বলেন, “দ্বিতীয় তলার ভাড়াটিয়া সাগর গভীর রাতে জোর করে বাইরে যেতে চাইলে আজিম মিয়া তাকে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে সাগর তাকে এলোপাতাড়ি ছুরি দিয়ে আঘাত করে।”
“আজিমকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
খবর পেয়ে পুলিশ সাগরকে আটক করে জানিয়ে ওসি উৎপল বড়ুয়া বলেন, “ছুরিকাঘাত করার পর ফটক বন্ধ থাকায় সে বের হতে পারেনি।”
সাগর কেন এত রাতে বের হতে চেয়েছিলেন তা জানার চেষ্টা করা হচ্ছে বলে জানান ওসি।