Published : 21 May 2025, 09:22 PM
বিভিন্ন সংগঠনের বিরোধিতার মধ্যেই নারী বিষয়ক সংস্থার কমিশনের মেয়াদ ৩১ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।
‘কাজ সুসম্পন্ন করার স্বার্থে’ কমিশনের মেয়াদ বাড়িয়ে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের নভেম্বরে নারী বিষয়ক কমিশন গঠন করে। ডিসেম্বর থেকে কমিশন কাজ শুরু করে। কমিশনের মেয়াদ ছিল ৩০ এপ্রিল পর্যন্ত।
নির্ধারিত সময়ের আগে ১৯ এপ্রিল প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেয় নারী বিষয়ক সংস্কার কমিশন। ৩১৮ পৃষ্ঠার এ প্রতিবেদনে ৪৩৩টি সুপারিশ করা হয়।
এরপর এ কমিশনের প্রতিবেদন নিয়ে নানা মহলে সমালোচনাও হয়। নারী সংস্কার কমিশন বাতিলের দাবিও করে কয়েকটি সংগঠন।
এমন পরিস্থিতির মধ্যে নারী বিষয়ক সংস্কার কমিশনের মেয়াদ ৩১ মে পর্যন্ত বাড়ানো হলো।
প্রজ্ঞাপনে বলা হয়, “সরকার গত বছরের ১৮ নভেম্বর জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে গঠিত নারী বিষয়ক সংস্কার কমিশনের কাজ সুসম্পন্ন করার স্বার্থে কমিশনকে ৩১ মে পর্যন্ত বর্ধিত সময় দেওয়া হয়।”
নারী সংস্কার কমিশন বাতিলের দাবি হেফাজতের, প্রতিবেদন প্রত্যাখ্যান জামায়াতের
নারীদের সংসদীয় আসন ৩০০ করার সুপারিশ সংস্কার কমিশনের
নারী কমিশনের 'কিছু' সুপারিশ দ্রুত কার্যকরের নির্দেশ প্রধান উপদেষ্টার
সংস্কার কমিশন: 'অবৈতনিক' সদস্যদের 'ধন্যবাদের সঙ্গে' স্মরণ করবে সরকার