Published : 04 Jun 2024, 09:44 PM
অর্থপাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের করা ১৫ মামলায় প্রশান্ত কুমার (পি কে) হালদারের সহযোগী বাসুদেব ব্যানার্জি ও তার স্ত্রী পাপিয়া ব্যানার্জিকে কারাগারে পাঠিয়েছে আদালত।
ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আস সামছ জগলুল হোসেনের আদালতে মঙ্গলবার তারা আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
রাষ্ট্রপক্ষে দুদকের জ্যেষ্ঠ আইনজীবী মীর আহেমেদ আলী সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
বাসুদেব ব্যানার্জি ও তার স্ত্রী পাপিয়া ব্যানার্জি ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসের সাবেক পরিচালক।
গত ৯ মে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাই কোর্ট বেঞ্চ তাদের ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছিল।
হাই কোর্টের জামিনের আদেশের বিরুদ্ধে দুদকের করা আবেদন নিষ্পত্তি করে ২৩ মে বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে সাত বিচারকের আপিল বেঞ্চ তাদের দুজনকে ৪ জুনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিলেন।
সে অনুযায়ী মঙ্গলবার আত্মসমর্পণ করেন আসামিরা। একইসঙ্গে আদালতে তাদের জামিন চান সাবেক মন্ত্রী, আইনজীবী কামরুল ইসলাম। শুনানি নিয়ে বিচারক জামিন নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
৭৫০ কোটি টাকা পাচারের অভিযোগে বাসুদেব ও পাপিয়ার বিরুদ্ধে ২০২১ সালে এসব মামলা করে দুদক। মামলার অন্যতম আসামি পি কে হালদার ২০২৩ সালের ৮ অক্টোবর ২২ বছরের কারাদণ্ডাদেশ পান। বর্তমানে তিনি ভারতের কারাগারে আটক রয়েছেন।
পুরনো খবর-