Published : 11 Sep 2024, 09:47 PM
জামিনে মুক্তি পাওয়া আসামিদের কঠোর নজরদারিতে রাখার কথা জানিয়েছে র্যাব।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বাহিনী বলেছে, “স্বাভাবিক জীবনে না ফিরে জামিনে মুক্তি পাওয়া কেউ যদি আগের মত অপরাধমূলক কার্যক্রমে জড়িয়ে পড়ে, তাহলে তাদেরকে আবারও গ্রেপ্তার করা হবে।”
“সম্প্রতি রাষ্ট্রবিরোধী কিছু অপশক্তি দেশে উগ্রবাদ ছড়াচ্ছে। অপপ্রচারের মাধ্যমে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা চালাচ্ছে। উগ্রবাদে জড়িত চক্রগুলোকে চিহ্নিত করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে র্যাব অঙ্গীকারবদ্ধ। জঙ্গিবাদ, উগ্রবাদ ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টকারী অপশক্তিগুলোকে বিন্দুমাত্র ছাড় না দিয়ে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”