Published : 11 Mar 2025, 03:25 PM
কুমিল্লা ৬ আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিম ও তার স্ত্রী মেহেরুন্নেছার নামে ঢাকার উত্তরার দুইটি ফ্ল্যাট জব্দের পাশাপাশি ৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত।
এসব ব্যাংক হিসাবে ৩৯ লাখ ৯৫ হাজার ২৬৭ টাকা জমা রয়েছে।
মঙ্গলবার দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, এদিন এসব স্থাবর সম্পত্তি জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ চেয়ে আবেদন করেন দুদকের উপ সহকারী পরিচালক শাহজালাল।
দুদকের আবেদনে বলা হয়, অভিযুক্তদের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ২ কোটি ৩৭ লাখ ৪৯ হাজার ৪৭ টাকার সম্পদ অর্জন ও তা ভোগদখলে রাখার দায়ে দুদক একটি মামলা করেছে।
আবেদনে বলা হয়, অনুসন্ধানকালে দেখা যায় অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা তাদের স্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। তাই এসব সম্পত্তি জব্দেরন আদেশ দেওয়া প্রয়োজন বলে জানিয়েছে দুদক।