Published : 10 Mar 2025, 05:26 PM
ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমের ৩১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ ও একটি ফ্ল্যাটসহ ৪৩ একর জমি জব্দের আদেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার দুদকের পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
দুদকের উপপরিচালক রাশেদুল ইসলাম এ দুটি আবেদন করেন বলে জানিয়েছেন কমিশনের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।
তিনি বলেন, ওবায়দুল করিমের ৩১টি ব্যাংক হিসাবে ২০ কোটি ২৬ লাখ ৮০ হাজার ৬৫৮ টাকা এবং ৬ হাজার ৫৭৫ মার্কিন ডলার রয়েছে।
“এছাড়া ২০টি দলিলমূলে ২ কোটি ৯০ লাখ ৯১ হাজার টাকা মূল্যের ৪৩ একর ২৫.৪৫ শতাংশ জমি এবং ৯৫ লাখ ৯০ হাজার টাকার একটি ফ্ল্যাট ক্রোক করা হয়েছে।”
আবেদনে বলা হয়েছে, ওবায়দুল করিম তাদের মালিকানাধীন সম্পত্তি বিক্রি বা হস্তান্তরের চেষ্টা করছেন। যদি তিনি তা করতে পারেন, তাহলে মামলার পর বিচার শেষ হলে দোষী সাব্যস্ত হলে যে সম্পত্তি সরকারের অনুকূলে নেওয়ার কথা, তা সম্ভব হবে না।
“তাই, সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে, আদালতের রায়ের পর সরকারের অনুকূলে সম্পত্তি বাজেয়াপ্ত নিশ্চিত করতে এই সম্পত্তিগুলো ক্রোক (স্থাবর সম্পত্তি) ও ফ্রিজ (অস্থাবর সম্পত্তি) করা জরুরি।”
আওয়ামী লীগ সরকারের পতনের পর ওরিয়নের মালিকদের বিষয়ে অনুসন্ধান শুরুর তথ্য দিয়েছিল জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি)।
গত সেপ্টেম্বরে ওবায়দুল করিম ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেয় আর্থিক খাতের গোয়েন্দা হিসেবে পরিচিত বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
এরপর ফেব্রুয়ারিতে আদালত ওবায়দুল করিম ও তার পরিবারের তিন সদস্যের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেয়।
মুন্নুর স্ত্রীর জমি জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ
মেডিকেল ও ডেন্টালের প্রশ্ন ফাঁসের মূল হোতা জসিম উদ্দিন ভূইয়া মুন্নুর স্ত্রী শারমীন আরা জেসমিনের ৩৪ বিঘা জমি জব্দ ও ৬ টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত।
এর মধ্যে ৮১০ শতাংশের বাগানবাড়ী, ৩ ও ৪ তলা দুটি বাড়ি, ১২ হাজার বর্গফুটের টিনশেড ও ৮ তলার বাণিজ্যিক ভবনসহ ৩৪ দশমিক ৩৯ বিঘা জমি রয়েছে।
আর শারমীনের ৬টি ব্যাংক হিসাবে ৫ লাখ ৮২ হাজার ২২৯ টাকা রয়েছে।
সোমবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানান।
দুদকের পক্ষে উপপরিচালক কে এম আসাদুজ্জামান এ আবেদন করেন।
২০২০ সালের ২৩ জুলাই মেডিকেল ও ডেন্টালের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে চক্রের প্রধান জসিম উদ্দিন ভুঁইয়া ওরফে মুন্নুকে গ্রেপ্তার করে পুলিশ।
ওরিয়ন চেয়ারম্যান ওবায়দুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা
ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমের ব্যাংক হিসাব অবরুদ্ধ