Published : 08 Aug 2024, 10:23 PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর অধ্যাপক মো. মাকসুদুর রহমানসহ প্রক্টরিয়াল বডির সবাই পদত্যাগ করেছেন।
উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামালের কাছে বৃহস্পতিবার বিকালে তারা পদত্যাগপত্র জমা দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মাকসুদুর রহমান বলেন, “বুধবার আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি পদত্যাগ করার। আজকে প্রক্রিয়া সম্পন্ন করে মাননীয় উপাচার্য বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছি।”
পদত্যাগ করা ১৩ সহকারী প্রক্টর হলেন- বিজ্ঞান অনুষদের লিটন কুমার সাহা, চারুকলা অনুষদের নাজির হোসেন খান, সীমা ইসলাম, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মো. মাহবুবুল রহমান, ফার্মেসি অনুষদের আব্দুল মুহিত, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের এম এল পলাশ, ব্যবসায় শিক্ষা অনুষদের সউদ আহমেদ।
এ ছাড়া কলা অনুষদের সঞ্চিতা গুহ, জীববিজ্ঞান অনুষদের হাসান ফারুক, সামাজিক বিজ্ঞান অনুষদের মোহাম্মদ বদরুল হাসান, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের মোহাম্মদ মাইনউদ্দিন মোল্লা, আর্ট অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়ন্সেস অনুষদের মোস্তাফিজুর রহমান এবং কলা অনুষদের মোহাম্মদ ইমাউল হক সরকার।
কোটা সংস্কার থেকে গণআন্দোলনে শেখ হাসিনার সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠানের দিন পদত্যাগ করলেন প্রক্টর মাকসুদুর রহমান ও সহকারী পক্টরগণ। কোটা সংস্কার আন্দোলন চলাকালে ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ‘ব্যর্থতার’ অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির পদত্যাগ দাবি করে আসছিলেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।