Published : 23 Jan 2024, 07:06 PM
আওয়ামী লীগের নতুন সরকারের মেয়াদে প্রথম উচ্চ পর্যায়ের সফরে ঢাকায় আসছেন চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের ভাইস মিনিস্টার সুন হাইয়া।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নে তার আসার তথ্য দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।
তিনি বলেন, “চীনের পররাষ্ট্রমন্ত্রী বা চীনের ভাইস মিনিস্টার বা চীনের প্রতিনিধিদল আমাদের দেশে নিয়মিত আসে। আমাদের সাথে সবার সম্পর্কই চমৎকার। আমাদের পররাষ্ট্রনীতির মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে- সবার সাথে বন্ধুত্ব কারও সাথে বৈরিতা নয়। সুতরাং আসাটাই স্বাভাবিক।”
পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার বৈঠকের বিষয়টি এখনও ঠিক হয়নি জানিয়ে হাছান মাহমুদ বলেন, “তিনি যে আসছেন এটা সঠিক।”
মালদ্বীপ সফর শেষে মঙ্গলবার রাতে সুন ঢাকায় আসবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
এক কর্মকর্তা বলেন, চীনা কমিউনিস্ট পার্টির এই নেত্রীর কর্মসূচি মূলত হবে আওয়ামী লীগের সঙ্গে। দলের সভাপতি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিংবা সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে তার বৈঠক নিয়ে কাজ চলছে।
স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গেও বুধবার তার একটি বৈঠক চূড়ান্ত হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।
চীনা কমিউনিস্ট পার্টির ভাইস মিনিস্টারের ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শনের কথাও রয়েছে।
চীনের পররাষ্ট্রনীতি ঠিক করা ও বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা আন্তর্জাতিক বিভাগে দায়িত্ব পাওয়ার আগে সিঙ্গাপুরে রাষ্ট্রদূত ছিলেন সুন হাইয়া।