Published : 27 Nov 2024, 01:22 PM
প্রশাসনের রদবদলে খুলনা, রাজশাহী, সিলেট ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনার বদলে গেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. ফিরোজ সরকারকে খুলনার বিভাগীয় কমিশনার করা হয়েছে।
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব খোন্দকার আজিম আহমেদ পেয়েছেন রাজশাহীর বিভাগীয় কমিশনারের দায়িত্ব।
পদোন্নতির পর বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হয়ে থাকা খান মো. রেজা-উন-নবীকে সিলেটে পাঠানো হয়েছে বিভাগীয় কমিশনার করে।
আর স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. জিয়াউদ্দীনকে দেওয়া হয়েছে চট্টগ্রামের বিভাগীয় কমিশনারেরদায়িত্ব।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে চার বিভাগে রদবদলের এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিভাগীয় কমিশনারের পদটি মাঠ প্রশাসনে শীর্ষ পদ হিসেবে বিবেচিত।
আগের খবর