Published : 27 Mar 2025, 04:57 PM
হা-মীম গ্রুপের একটি পোশাক কারখানার মহাব্যবস্থাপকের লাশ উদ্ধারের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তাররা হলেন- মো. সাইফুল ইসলাম (৩৯) ও মো. নূর নবী মিয়া (১৯)।
র্যাব-১ এর কোম্পানি কমান্ডার মেজর মুহাম্মদ আহনাফ রাসিফ বিন হালিম বলেছেন, বুধবার গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার ফলগাছা এলাকা থেকে সাইফুলকে এবং লালমনিরহাটের কালীগঞ্জের হররাম উত্তরপাড়া থেকে নবীকে গ্রেপ্তার করা হয়েছে।
তবে এই হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি র্যাবের এই কর্মকর্তা।
মঙ্গলবার দুপুরে দিয়াবাড়ীর ১৬ নম্বর সেক্টরের ৩ নম্বর সড়কের একটি প্লটের পাশে ৪৮ বছর বয়সী আহসান উল্লাহর লাশ উদ্ধার করে পুলিশ। তিনি হা-মীম গ্রুপের ‘দ্যাটস ইট স্পোর্টস ওয়্যার’ কারখানার জিএম ছিলেন।
মরদেহ উদ্ধারের দুইদিন আগে থেকেই তিনি নিখোঁজ ছিলেন, সোমবার এ বিষয়ে থানায় তার পরিবারের পক্ষ থেকে একটি জিডিও করে হয় বলে জানিয়েছিল পুলিশ।
তুরাগ থানার ওসি রাহাত খান বলেছিলেন, “লাশটা আমরা বিবর্ণ অবস্থায় পেয়েছি। শরীরে জখম আছে, তবে তেমন দৃশ্যমান নয়। পারিপার্শ্বিক আলামত মিলিয়ে আমরা ধারণা করছি, তাকে হত্যা করে এখানে ফেলে রাখা হয়েছে।”