Published : 05 Jun 2025, 01:31 AM
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কোরবানির পশু নিয়ে নৌপথে যাত্রা না করার পরামর্শ দিয়েছে নৌপুলিশ।
সেই সঙ্গে পশু পরিবহনকারী নৌযান চালকের পরিচয় এবং কোন ঘাটে যাবে সে ব্যাপারে আগে থেকে জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে নৌ পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে।
এ বছর ৭ জুন শনিবার সারা দেশে ঈদুল আজহা উদযাপিত হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ঈদ সামনে রেখে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন।
নৌপথে পশু পরিবহনে করণীয়
>> দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কোরবানির পশু নিয়ে নৌপথে যাত্রা করা যাবে না।
>> পশু পরিবহনকারী নৌযান চালকের পরিচয় না জেনে এবং নৌযানটি কোন ঘাটে যাবে তা নিশ্চিত না হয়ে যাত্রা করা থেকে বিরত থাকতে হবে।
>> পশুবহনকারী নৌযান থেকে জোর করে কাউকে কোনো ঘাটে নামানোর চেষ্টা করলে তা নৌ পুলিশের কন্ট্রোলরুম বা নিকটবর্তী নৌ পুলিশকে জানাতে হবে।
>> অপরিচিত- অযাচিত কোনো ব্যক্তি নদীপথে পশুবাহী নৌযানকে কোন সংকেত দিলে নৌযান থামানো যাবে না।
>> নৌপথে নগদ অর্থ পরিবহনে প্রয়োজনে সংশ্লিষ্ট নৌ থানা- ফাঁড়িকে জানাতে হবে।
>> নৌপথে পশু পরিবহনে কোনো ব্যক্তি বা সংস্থাকে কোনো চাঁদা দেওয়া যাবে না।
>> পশুবাহী নৌযানের দৃশ্যমান স্থানে গন্তব্য হাটের নাম সম্বলিত ব্যানার লাগাতে হবে।
>> নৌপথে রাত্রীকালীন পশু পরিবহন করা থেকে বিরত থাকতে হবে।
ইজারাদারদের জন্য নৌ পুলিশের পরামর্শ
>> খাজনা- হাসিলের পরিমাণ প্রকাশ্য স্থানে ঝুলিয়ে রাখতে হবে।
>> নগদ অর্থ লেনদেনের সময় জাল নোট শনাক্তকরণ মেশিন স্থাপন করতে হবে।
>> নগদ অর্থ লেনদেনের পরিবর্তে মোবাইল ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং–এ লেনদেন করা নিরাপদ।
>> অজ্ঞান পার্টি, মলম পার্টি, পকেটমার, ছিনতাইকারী ও প্রতারক চক্রের বিষয়ে সবাইকে সতর্ক করতে হবে।
নৌপথে যাত্রীদের করণীয়
>> আবহাওয়ার পূর্বাভাস জেনে নৌপথে যাত্রা করতে হবে।
>> নৌযানে অতিরিক্ত যাত্রী হয়ে এবং তাড়াহুড়া না করে শৃঙ্খলাবদ্ধভাবে ওঠানামা করতে হবে। ছদে ওঠা যাবে না।
>> সূর্যাস্তের পর স্পিডবোট- ট্রলার- নৌকা- ছোট নৌযানে ভ্রমণ করা থেকে বিরত থাকতে হবে।
>> লাইফ জ্যাকেট ছাড়া স্পিডবোটে ভ্রমণ করা যাবে না।
>> ছোট নৌকা দিয়ে নদীর মাঝ থেকে লঞ্চে ওঠানামা করা যাবে না।
>> নৌপথে যাত্রার সময় কোনো ব্যক্তির আচার-ব্যবহার বা চলাফেরা সন্দেহজনক মনে হলে এবং ইভ্টিজিং বা শ্লীলতাহানীর শিকার হলে নিকটস্থ নৌ থানা, ফাঁড়ি, নৌ পুলিশ কন্ট্রোলরুম অথবা জাতীয় জরুরি সেবার নম্বর ৯৯৯ এ জানাতে হবে।
নৌযান মালিকদের জন্য পরামর্শ
>> অতিরিক্ত ভাড়া আদায় না করার পাশিপাশি মালামাল ওভারলোড না করা।
>> সিসি ক্যামেরা স্থাপনের ব্যবস্থা করা।
>> নৌযানে পর্যাপ্ত বয়া, বাতি ও লাইফ জ্যাকেট রাখা।
>> ভ্রমণরত যাত্রীদের পানের জন্য সুপেয় পানি ও স্বাস্থ্যসম্মত গ্লাসের ব্যবস্থা রাখা।
>> ফিটনেসবিহীন ও লাইসেন্স ছাড়া নৌযান না চালানো।
এসবের পাশাপশি নৌ পুলিশ পরিবেশ দূষণরোধে কোরবানির পশুর বর্জ্য নদী ও নদীর তীরবর্তী স্থানে না ফেলা, পলিথিন শপিং ব্যাগ ও সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার না করা এবং সব ধরনের বর্জ্য নির্ধারিত ডাস্টবিনে ফেলার অনুরোধ জানিয়েছে।
সাহায্য দরকার হলে যোগাযোগের নম্বর
নৌ পুলিশ সদর দপ্তর: ০১৩২০১৬৯৫৯৮- ৯৯
ঢাকা অঞ্চল: ০১৩২০১৬৪২৪৮
নারায়ণগঞ্জ অঞ্চল: ০১৩২০১৬৪৪৯৯
ফরিদপুর অঞ্চল: ০১৩২০১৬৬০২২
টাঙ্গাইল অঞ্চল: ০১৩২০১৬৫২৪৮
রাজশাহী অঞ্চল: ০১৩২০১৬৫৪৯৮
কিশোরগঞ্জ অঞ্চল: ০১৩২০১৬৫৪৮
সিলেট অঞ্চল: ০১৩২০১৬৫৯৯৮
চাঁদপুর অঞ্চল: ০১৩২০১৬৪৭৪৮
খুলনা অঞ্চল: ০১৩২০১৬৬৭৪৮
বরিশাল অঞ্চল: ০১৩২০১৬৭২৪৮
চট্রগ্রাম অঞ্চল: ০১৩২০১৬৭৫২০
এছাড়া জাতীয় জরুরি সেবা ৯৯৯