Published : 07 May 2025, 02:57 PM
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর ৩৫টি কার্যালয়ে ঘুষ ও দালালচক্রের বিরুদ্ধে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির ফিটনেস সনদ দেওয়ার প্রক্রিয়ায় ঘুষ লেনদেন ও দালালদের দৌরাত্ম্য রোধে এই অভিযান পরিচালনা করা হয়।
মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত দুদকের এনফোর্সমেন্ট ইউনিট এসব অভিযান পরিচালনা করে বলে জানিয়েছেন দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, “গাড়ির ফিটনেস সনদ ও ড্রাইভিং লাইসেন্স পেতে দীর্ঘদিন ধরে ঘুষ ও দালাল চক্রের দৌরাত্ম্যের অভিযোগ রয়েছে। সেসব অভিযোগের ভিত্তিতে ৩৫টি বিআরটিএ কার্যালয়ে একযোগে অভিযান চালানো হয়।”
দুদকের এক কর্মকর্তা বলেন, যেসব কার্যালয়ে অভিযান চালানো হয়েছে সেগুলো ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলায় অবস্থিত। এর মধ্যে সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, কক্সবাজার, বরগুনা, নীলফামারী, রাঙামাটি, মৌলভীবাজার, যশোর, ঠাকুরগাঁও, জয়পুরহাট, মেহেরপুর, শেরপুর ও উত্তরা অঞ্চলও রয়েছে।