Published : 27 Jan 2025, 11:20 AM
এক বাস চালককে মারধরের ঘটনায় ঢাকার মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালের সামনে সড়ক অবরোধ করে আধা ঘণ্টা বিক্ষোভ দেখিয়েছে শ্রমিকরা।
তাদের অবরোধের কারণে সোমবার সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত শহীদ তাজউদ্দিন আহমেদ এভিনিউ হয়ে যান চলাচল বন্ধ থাকে।
মহাখালীর আমতলী সিগন্যাল এলাকায় দায়িত্বরত ট্রাফিক পুলিশের একজন সার্জেট সে সময় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মহাখালীতে পরিবহন শ্রমিকরা সড়ক বন্ধ করে দিয়েছে। এজন্য ওই দিকে গাড়ি যেতে পারছে না।”
মহাখালী আন্তঃজেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল মালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মহাখালী সিগন্যালে ময়মনসিংহের হালুয়াহাট আলম এশিয়া পরিবহনের একজন চালককে মারধর করেছেন একজন ট্রাফিক সার্জেন্ট। ওই চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর প্রতিবাদে সড়ক অবরোধ করে শ্রমিকরা।”
তবে ডিএমপি ট্রাফিকের মহাখালী জোনের সহকারী কমিশনার জুনায়েদ জাহিদী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একজন চালকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছিল। ওই চালক সড়কে বাস রেখে যাত্রী উঠাচ্ছিল, এতে অন্য যানবাহন চলাচল বাধাগ্রস্ত হওয়ায় ট্রাফিক সার্জেন্ট মামলা দেন। মারধরের কোনো ঘটনা ঘটেনি।”
মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনাল শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক গিয়াস উদ্দিন সোমবার বেলা সাড়ে ১০টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুলিশের সঙ্গে শ্রমিকদের একটু ঝামেলা হয়েছিল। এ কারণে তারা রাস্তা বন্ধ করে দিয়েছে। খবর পেয়ে আমরা এসে শ্রমিকদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দিয়েছি। এখন গাড়ি চলাচল শুরু হয়েছে।”