Published : 09 Feb 2025, 05:51 PM
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের দেড় দশকের শাসনামলে ‘বঞ্চিত ও বাধ্যতামূলক অবসরে পাঠানো’ কর্মকর্তাদের মধ্যে ১১৯ জন ভূতাপেক্ষ পদোন্নতি পেয়ে সচিব হয়েছেন।
এছাড়া গ্রেড-১ পদে ৪১ জন, অতিরিক্ত সচিব পদে ৫২৮ জন, যুগ্মসচিব পদে ৭২ জন ও উপসচিব পদে চারজনকে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়ে রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গত ৬ ফেব্রুয়ারি এই ৭৬৪ কর্মকর্তার পদোন্নতি অনুমোদন দিয়েছিলেন। রোববার তাদের নামের তালিকা পাওয়া গেল।
জনপ্রশাসন মন্ত্রণালয় বলেছে, এই কর্মকর্তারা এক বা একাধিক পদে ভূতাপেক্ষ পদোন্নতির তারিখ থেকে বিধি অনুযায়ী সব আর্থিক সুবিধা পাবেন।
তাদের বকেয়া পাওনার অর্ধেক চলতি অর্থবছরই বুঝিয়ে দেওয়া হবে। বাকি অর্ধেক তারা পাবেন পরের ২০২৫-২৬ অর্থবছরে।
এই কর্মকর্তারা ক্ষেত্র অনুযায়ী ৫৭/৫৯ বছর বয়স পূর্তি পর্যন্ত সর্বশেষ পদোন্নতিপ্রাপ্ত পদে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে চাকরিতে বহাল ছিলেন বলে গণ্য হবে। পাশাপাশি তারা অবসর প্রস্তুতি ছুটি শেষে অবসরের জন্য নির্ধারিত তারিখে সরকারি চাকরি থেকে অবসরে গেছেন বলে ধরা হবে।
বকেয়া বেতন-ভাতার পাশাপাশি বিধি অনুযায়ী তাদের পেনশন ও অন্যান্য আর্থিক সুবিধাও সমন্বয় করা হবে।
পদোন্নতি পেয়ে সচিব হয়েছেন ১১৯ জন
গ্রেড-১ পদ পেয়েছেন ৪১ জন
অতিরিক্ত সচিব হয়েছেন ৫২৮ জন
উপসচিব হয়েছেন ৪ জন
যুগ্মসচিব হয়েছেন ৭২ জন
আওয়ামী লীগ সরকারের দেড় দশকে জনপ্রশাসনে ‘বঞ্চিত ও বাধ্যতামূলক অবসরে পাঠানো’ কর্মকর্তাদের মধ্যে এই ৭৬৪ জনকে ভূতাপেক্ষা সুযোগ সুবিধাসহ পদোন্নতি দেওয়ার সুপারিশ করে এ সংক্রান্ত পর্যালোচনা কমিটি।
গত ১০ ডিসেম্বর কমিটি প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেয়।
২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত ‘বঞ্চিত ও বাধ্যতামূলক অবসরে যাওয়া’ সচিব থেকে শুরু করে উপসচিব পর্যায়ের কর্মকর্তারা এই তালিকায় রয়েছেন।
সেইসব কর্মকর্তাদের চাকরিতে ফিরিয়ে আনা বা তাদের প্রাপ্য সুযোগ-সুবিধা দিতে গত ১৬ সেপ্টেম্বর পাঁচ সদস্যের একটি কমিটি করা হয়। যার নেতৃত্বে আসেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক সচিব জাকির আহমেদ খান।
‘বঞ্চিত’ কর্মকর্তাদের সমস্যা সমাধানে এই কমিটিকে তিন মাস সময় দেওয়া হয়।
আওয়ামী লীগ সরকারের সময় পদ পদবি ও পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতিকার পেতে ৩০ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করার সময় ছিল। পরে আরো তিনদিন সময় বাড়নো হয়।
এ সময়ে কমিটি ১৫৪০ জনের মত আবেদন পায়। তা যাচাই-বাছাই করে ৭৬৪ জন কর্মকর্তাকে ভূতাপেক্ষা সুযোগ সুবিধা নিয়ে পদোন্নতি দেওয়ার সুপারিশ করে।
পুরনো খবর
'বঞ্চিত' ৭৬৪ কর্মকর্তার পদোন্নতি অনুমোদন
পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের আবেদন: পর্যালোচনা কমিটির প্রতিবেদন জমা