Published : 26 Jun 2024, 02:28 PM
বিদেশে বসবাসকারীদের বাংলাদেশে থাকা সম্পদসহ নানা স্বার্থ সুরক্ষায় বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ-এইচআরপিবি।
সুইডেনের রাজধানী স্টকহোমে গত শনিবার এক সেমিনারে এ দাবি জানানো হয়।
এইচআরপিবি সুইডেন শাখার সভাপতি গোলাম রব্বানির সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রেসিডেন্ট বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। সেমিনার পরিচালনা করেন এইচআরপিবি সুইডেন শাখার উপদেষ্টা ফকরুদ্দিন আহমেদ।
প্রধান অতিথির বক্তৃতায় মনজিল মোরসেদ প্রবাসীদের আইনি অধিকারসহ বাংলাদেশের মানবাধিকারের চিত্র তুলে ধরে বলেন, “প্রবাসীরা বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করছেন। বাংলাদেশের অর্থনীতিতে বিরাট অবদান রয়েছে তাদের। কিন্তু দীর্ঘদিন ধরে আমেরিকা, ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে স্থায়ীভাবে বসবাসকারী অনেক বাংলাদেশি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ও নিজের ক্রয়কৃত সম্পত্তি নিয়ে নানাভাবে বিড়ম্বনার শিকার হচ্ছেন। আইনি জটিলতার কারণে প্রবাসীদের স্বার্থ সুরক্ষা ব্যাহত হয় বিভিন্নভাবে।
“তাই প্রবাসীদের সম্পদ ও সম্পত্তির নিরাপত্তাসহ তাদের স্বার্থ সুরক্ষার প্রয়োজনে বিশেষ ট্রাইব্যুনাল গঠন সময়ের দাবি।”
প্রবাসীদের আইনি অধিকার প্রতিষ্ঠায় বিশেষ ট্রাইব্যুনাল গঠন সংক্রান্ত ৯ দফা সুপারিশ পেশ করেন মনজিল মোরসেদ।
এগুলো বাস্তবায়িত হলে দেশে প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন।
সেমিনারে বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী হাফিজ চৌধুরী, খুরশেদ আলম চৌধুরী, এইচআরপিবির সুইডেন শাখার সম্পাদক মীর মোয়াল্লেম হোসেন, উপদেষ্টা লিয়াকত হোসাইন, উপদেষ্টা মনজুরুল হক ইলিয়াস এবং প্রচার সম্পাদক আয়নুল হক।
অনুষ্ঠানে বক্তারা মানবাধিকার, পরিবেশ ও প্রবাসীদের সুরক্ষায় বিশেষ ভূমিকা রাখার জন্য এইচআরপিবি প্রেসিডেন্ট মনজিল মোরসেদকে ধন্যবাদ জানান।
তারা দেশে বিনিয়োগ করতে চান, কিন্তু আইনি জটিলতা,
আমলাতান্ত্রিক জটিলতা, নিরাপত্তাহীনতা, অনিশ্চয়তা এবং অতীতের তিক্ত অভিজ্ঞতার কারণে বিনিয়োগে সাহস পাচ্ছেন না বলে বক্তব্যে তুলে ধরেন।
প্রশাসনের নানা পর্যায়ের দুর্নীতির কারণে প্রবাসীরা দেশে বিনিয়োগ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন অভিযোগ করে বক্তারা বলেন, প্রবাসীদের আইনি অধিকার প্রতিষ্ঠায় বিশেষ ট্রাইব্যুনাল গঠিত হলেই তারা দেশে বিনিয়োগে উৎসাহী হবেন।