Published : 24 Aug 2024, 05:31 PM
ভয়াবহ বন্যায় বিদ্যুৎহীন ফেনীতে মোবাইল নেটওয়ার্ক টাওয়ার সচল করতে অপারেটরগুলোর জেনারেটরের জন্য বিনামূল্যে ডিজেল সরবরাহের নির্দেশ দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) শনিবার তিনি এ নির্দেশ দেন বলে টেলিযোগাযোগ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
উপদেষ্টা বলেন, “বিদ্যুৎ না থাকায় ফেনীর ৭৮টি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার সচল রাখতে প্রচুর ডিজেলের প্রয়োজন হচ্ছে। বর্তমানে বন্যা পরিস্থিতিতে মোবাইল নেটওয়ার্ক টাওয়ারগুলো সচল রাখা অত্যন্ত জরুরি।”
এ টাওয়ারগুলো সচল করতে মোবাইল অপারেটরগুলোর জেনারেটরের জন্য বিটিআরসিকে ডিজেল ফ্রি করার নির্দেশনা দিয়েছেন তিনি।
প্রতি ঘণ্টায় পোর্টেবল জেনারেটরে (৭৫ কেভি) ডিজেল ব্যবহৃত হয় ২ দশমিক ৩ লিটার এবং জেনারেটরে (৩০ কেভি) ডিজেল ব্যবহৃত হয় ৪ দশমিক ৪ লিটার। এ হিসাবে ৭৮টি জেনারেটরে প্রতিদিন ৬ হাজার ৫৫২ লিটার ডিজেল প্রয়োজন, যার মূল্য ৭ লাখ ১৪ হাজার ১৬৮ টাকা। এক সপ্তাহে প্রয়োজন ৪৫ হাজার ৮৬৪ লিটার ডিজেল, যার মূল্য ৪৯ লাখ ৯৯ হাজার ১৭৬ টাকা।
টেলিযোগাযোগ উপদেষ্টার নির্দেশনায় বিটিআরসির ‘সামাজিক দায়বদ্ধতা ফান্ড’ (এসওএফ) থেকে এই অর্থ দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বিটিআরসির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, “সেনাবাহিনীর মাধ্যমে ওই সকল অঞ্চলে মোবাইল অপারেটররা জেনারেটর নিয়ে যাচ্ছে। যেহেতু ইলেক্ট্রিসিটি নেই, সেখানে জেনারেটর দিয়ে সাইটগুলো চালু করার চেষ্টা করা হচ্ছে।
“কিছু কিছু জায়গা আছে ফেনীতে, সেখানে পানির স্রোত এত বেশি যে যাওয়াটাই কঠিন হয়ে যাচ্ছে। কিন্তু তারপরও আমরা চেষ্টা করে যাচ্ছি।”
জেনারেটর দিয়ে কয়টি টাওয়ার চালু করা যাবে- এ প্রশ্নে তিনি বলেন, “এটার সংখ্যা এখনই বলা যাচ্ছে না। আজকে সকালে অপারেটররা বোট নিয়ে রওনা হয়েছেন। এটা হয়ত রাতে বলতে পারব।”
যেসব এলাকায় পানি কমছে, সেই এলাকাগুলো নির্ধারণ করে ৭৮টি টাওয়ার সচলের চেষ্টা চলছে বলে জানান মুস্তাফিজুর রহমান।
বন্যাক্রান্ত জেলাগুলোর মধ্যে আগের তুলনায় কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলে টেলিযোগাযোগ ব্যবস্থার কিছুটা উন্নতি হলেও বিপর্যস্ত ফেনী জেলায় পরিস্থিতি আগের মতই রয়ে গেছে।
শনিবার সকাল ৯টায় বিটিআরসির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন বিভাগ থেকে পাওয়া সবশেষ তথ্য অনুযায়ী, বন্যাকবলিত ১০ জেলার কিছু এলাকায় টেলিযোগাযোগ সেবা বিঘ্নিত হচ্ছে। সেগুলো হলো- ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, খাগড়াছড়ি, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেট।
আরও পড়ুন-
বন্যা: কুমিল্লা, নোয়াখালীতে ফিরছে মোবাইল নেটওয়ার্ক, ফেনীর উন্নতি