Published : 11 Oct 2023, 09:27 PM
এক দিনের জন্য ঢাকায় কানাডার হাই কমিশনারের দায়িত্ব পালন করেছেন কমিউনিটি স্বেচ্ছাসেবক স্বপ্না। আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষে এ কিশোরী সেদিন হয়ে উঠেছিলেন হাই কমিশনের মধ্যমনি।
প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কার্যক্রমের সঙ্গে জড়িত স্বপ্না ‘গার্লস টেকওভার’ শীর্ষক বিশেষ প্রচারণার অংশ হিসেবে গত সোমবার এক দিনের জন্য এ দায়িত্ব পালন করেন বলে বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় প্রতিষ্ঠানটি।
বাংলাদেশে মেয়েদের অধিকার সুযোগের ক্ষেত্র বাড়াতে এ কর্মসূচি পালন করা হচ্ছে।
আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত হচ্ছে বুধবার। আন্তর্জাতিক প্রতিপাদ্যের সঙ্গে সমন্বয় রেখে এ বছরের দিবসে জাতীয় প্রতিপাদ্য, “বিনিয়োগে অগ্রাধিকার কন্যা শিশুর অধিকার।”
এ দিবসের মূল উদ্দেশ্য কিশোরী ও যুব নারীদের অধিকার আদায়ে, সমতা অর্জনে এবং দক্ষতা বৃদ্ধিতে যেসব প্রয়োজনীয় সহায়তা দিতে হবে, সেগুলোর প্রতি গুরুত্ব দেওয়।
প্ল্যান ইন্টারন্যাশনাল সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, স্বপ্না তার এলাকার কিশোরী ক্লাবের প্রতিনিধি ও কমিউনিটি স্বেচ্ছাসেবক। তিনি তার এলাকায় মেয়েদের সক্রিয় জবাবদিহিতার মাধ্যমে মেয়েদের অধিকারের পক্ষে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে কাজ করে যাচ্ছেন।
এক দিনের জন্য হাই কমিশনারের দায়িত্বপালনকারী স্বপ্না বলেন, “সমাজে একজন নারীরও সকলের মতো সমান অধিকার আছে। সমাজে নিজেদের অধিকার আদায়ে আমাদের আওয়াজ তুলতে ভয় পাওয়া উচিত নয়।
“এ টেকওভার থেকে আমার শিক্ষাগুলো এলাকার মেয়েদেরকে জানাব, যাতে আমার এলাকায় জেন্ডার অন্তর্ভুক্তি বৃদ্ধির জন্য একটি ইতিবাচক পরিবেশ তৈরি হয়।”
ভবিষ্যতে একজন উদ্যোক্তা হয়ে তিনি মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি জেন্ডার অন্তর্ভুক্তি এবং সমতা প্রচারেও কাজ করতে চান বলে জানান তিনি।
ঢাকায় কানাডার রাষ্ট্রদূত লিলি নিকোলস বলেছেন, “স্বপ্না বাংলাদেশে কানাডিয়ান হাই কমিশনারের এ মিশনের প্রধান হিসেবে দায়িত্ব নিতে পেরেছেন দেখে আমি খুবই আনন্দিত।
“আমরা আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উদযাপন করছি। সকল বাধা ভেঙে এগিয়ে যেতে, বড় স্বপ্ন দেখতে এবং তার কমিউনিটি ও দেশের জন্য পরিবর্তন আনতে আমরা তাকে অনুপ্রেরণা দিয়েছি।”
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গার্লস টেকওভার হল বিশ্বব্যাপী প্ল্যান ইন্টারন্যাশনালের একটি উল্লেখযোগ্য ক্যাম্পেইন। এ ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য হল- বাংলাদেশের কিশোরী ও যুব নারীরা যাতে নেতৃত্বের ভূমিকা গ্রহণ করে সমাজে বিদ্যমান স্টেরিওটাইপকে চ্যালেঞ্জ করতে পারে।
এ দিনে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের মেয়েরা ধারাবাহিকভাবে বিভিন্ন দূতাবাস, করপোরেট অফিস এবং সরকারি বিভিন্ন কার্যালয়ের দায়িত্বপূর্ণ পদে এক দিনের জন্য দায়িত্বপালন করছে। প্ল্যান ইন্টারন্যাশনাল বিশ্বাস করে, এটি তাদের ক্ষমতায়ন এবং ভবিষ্যতে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রেরণা যোগাবে।