Published : 11 Jun 2023, 04:12 PM
ঢাকার ধামরাইয়ে অপহরণের পর এক পোশাককর্মীকে ধর্ষণের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার রাতে ধামরাইয়ে কাওয়ালিপাড়া বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
তারা হলেন- তোফাজ্জেল হোসেন (৪৫), নুর মোহাম্মদ (৩২), শহিদুল্লাহ (৪৫) ও মো. আনোয়ার হোসেন (৩২)।
রোববার র্যাব-৪ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, একই কারখানায় কর্মরত এক বান্ধবীর মাধ্যমে তোফাজ্জেল হোসেনের সঙ্গে ওই পোশাককর্মীর পরিচয় হয়। গত ১৫ মে মানিকগঞ্জ সদর বাসস্ট্যান্ড এলাকায় তাদের প্রথমে দেখা হয়।
তোফাজ্জেল বিভিন্ন সময়ে সেই তরুণীকে ফোন করে তার বান্ধবী সম্পর্কে জানতে চাইত। গত শুক্রবার দেখা করার কথা বলে তাকে ধামরাইয়ের গাঙ্গুটিয়া ইউনিয়নের হাতকোড়া বাজারে ডেকে নিয়ে যায় তোফাজ্জেল।
সেখানে পৌঁছলে বাকিরা তার মুখ চেপে ধরে ইউনিয়নের উত্তর হাতকোড়া সাদেক কোম্পানির ইটভাটার উত্তর পাশে নিয়ে যায়; সেখানে তাকে ‘ধর্ষণ ও মারধর করা হয়’ বলে ওই তরুণীর অভিযোগ।
র্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, ধর্ষণের পর তোফাজ্জেল হোসেনসহ অন্যরা ভুক্তভোগীর ছবি ও ভিডিও মোবাইলে ধারণ করে রাখে এবং ভিডিও ছড়িয়ে দেওয়ার কথা বলে হুমকি দেয়।
তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে র্যাব।