Published : 06 Nov 2024, 10:04 PM
রাজধানীর মগবাজারে ছুটে আসা মহিষের শিংয়ের এলোপাতাড়ি গুঁতোয় কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এদের একজনের পেটের নাড়িভুঁড়ি বেরিয়ে গেছে, আরেকজনের পা ভেঙেছে।
বুধবার সন্ধ্যার দিকে মগবাজারের আমবাগান চল্লিশঘর এলাকায় ওই ঘটনায় আহত হয়ে সাথী নামে এক নারীর মৃত্যুর খবর স্থানীয়রা জানালেও পুলিশ তা নিশ্চিত করেনি।
আহত অবস্থায় রনি (৩০), তার স্ত্রী নাদিয়া (২৪) ও শামছু (৪৫) নামের তিনজনকে রাত সোয়া ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।
তাদের মধ্যে শামছুর পেটের ভুঁড়ি বেরিয়ে গেছে, তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন জরুরি বিভাগের চিকিৎসকেরা। আর নাদিয়ার পা ভেঙে গেছে।
তাদেরকে হাসপাতালে নিয়ে আাসা মো. নাহিদ বলেন, “বুধবার সন্ধ্যার দিকে এলাকায় বিদ্যুৎ চলে যায়। এসময় অন্ধকারের মধ্যে একটি মহিষ কোথা থেকে ছুটে এলাকা লোকজনের ওপর চড়াও হয়। শিংয়ের গুঁতোয় অনেকেই কমবেশি আহত হন।”
নাহিদ বলেন, সাথী নামের এক নারীকে স্থানীয় কমিউনিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
তবে কমিউনিটি হাসপাতালে খোঁজ নিতে ফোন করা হলে তারা বিষয়টি নিশ্চিত করেনি।
হাতিরঝিল থানার ওসি মোহাম্মদ রাজু বলেন, “আমরা ট্রিপল নাইনের মাধ্যমে সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনা স্থলে একটি টিম পাঠিয়েছি। সব শুনে একটু পরে বিস্তারিত জানাচ্ছি।”
এ ঘটনায় কেউ নিহত হয়েছেন কি না জানতে চাইলে ওসি বলেন, “আমরা শুনেছি, তবে এখনও আমাদের টিম সেখানে যেতে পারেনি।”