Published : 09 Oct 2024, 09:20 PM
কুমিল্লা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহতের ঘটনার প্রতিবাদ জানিয়েছে সরকার।
বুধবার ঢাকায় ভারতীয় হাই কমিশনে এই প্রতিবাদপত্র পাঠানোর কথা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৭ অক্টোবর বিএসএফের গুলিতে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কামাল হোসেনের নিহতের ঘটনায় বুধবার ভারত সরকারের কাছে প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
“ঢাকায় ভারতীয় হাই কমিশনে পাঠানো প্রতিবাদপত্রে বাংলাদেশ গভীর উদ্বেগ জানিয়েছে যে, সীমান্ত হত্যাকে ‘শূন্যে’ নামানোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বারংবার প্রতিশ্রুতি স্বত্ত্বেও বিএসএফের দ্বারা এ ধরনের ঘটনা ঘটে চলেছে।”
বাংলাদেশ সরকার জোর দিয়ে বলেছে, এ ধরনের সীমান্ত হত্যা ‘অনাকাঙ্ক্ষিত ও অযাচিত’ এবং ভারত-বাংলাদেশের সীমান্তরক্ষী কর্তৃপক্ষের জন্য ১৯৭৫ সালে করা যৌথ গাইডলাইনের লঙ্ঘন।
“এ ধরনের জঘন্য কাজের পুনরাবৃত্তি বন্ধ করতে এবং সকল সীমান্ত হত্যার তদন্ত, দায়ীদের চিহ্নিত করতে ও বিচারের আওতায় আনতে বাংলাদেশ সরকার ভারত সরকারকে আহ্বান জানাচ্ছে।”
পুরনো খবর-
কুমিল্লা সীমান্তে গুলিতে যুবক নিহত, লাশ নিয়ে গেছে বিএসএফ