Published : 05 Dec 2024, 09:37 PM
বিজয় দিবস উপলক্ষে দেশের বিভিন্ন কারাগারের ১৬ জন কয়েদির অবশিষ্ট দণ্ড মওকুফ করেছে সরকার।
বৃহস্পতিবার কারা অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের মুক্তির আদেশ দেয়।
সহকারী কারা মহাপরিদর্শক জান্নাত উল ফরহাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইতিমধ্যে এই ১৬ জন কয়েদি মুক্তি পেয়েছেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “লঘুদণ্ডে যারা দণ্ডিত হয়েছেন তারাই এই সুযোগ পেয়েছেন।
“হত্যা, অস্ত্র আইনে, নারী নির্যাতন আইনে বা অর্থ আত্মসাত সংক্রান্ত গুরুতর মামলায় দণ্ড পাওয়া কয়েদিরা এই সুযোগ পাবেন না।”
সহকারী কারা মহাপরিদর্শক বলেন, “সাধারণ চুরি বা মারামারি, এমন কিছু লঘু অপরাধের যে ধারা আছে সে সব ধারায় যারা সাজা পেয়েছেন তারাই মূলত এই সুযোগ পেয়ে থাকেন।”
কারা অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অর্ধেকের বেশি সময় সাজাভোগ করেছেন, এমন ১৬ জনকে চিহ্নিত করা হয়, যাদের আর বাকি সময় কারাদণ্ড ভোগ করতে হবে না।
বিজ্ঞতিতে বলা হয়, আসন্ন ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে সংবিধানের ৪৯ অনুচ্ছেদ অনুসার, রাষ্ট্রপতি অর্ধেকের বেশি সাজাভোগ করা এ কয়েদিদের অবশিষ্ট কারাদণ্ড মওকুফ করেছেন।