Published : 09 Sep 2024, 06:47 PM
চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে এমএএন ছিদ্দিককে বাদ দিয়েছে সরকার।
তার জায়গায় চলতি দায়িত্ব পেয়েছেন ডিএমটিসিএলের লাইন-৫ এর অতিরিক্ত প্রকল্প পরিচালক (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ আবদুর রউফ।
এমএএন ছিদ্দিককে ২০১৭ সালের ২৬ অক্টোবর ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব দিয়েছিল তখনকার আওয়ামী লীগ সরকার। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সোমবার এক আদেশে তার সেই নিয়োগ বাতিল করেছে।
১৯৮৩ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রশাসন ক্যাডারে যোগ দেওয়া এমএএন ছিদ্দিক ২০১৪ সালের ৩ সেপ্টেম্বর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব হন। ২০১৭ সালের ১১ অক্টোবর পর্যন্ত তিনি ওই পদে ছিলেন।
এর ১৫ দিন পর ডিএমটিসিএলের এমডি হিসেবে তাকে চুক্তিভিত্তিক নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছিল আওয়ামী লীগ সরকার। সরকারপতনের প্রেক্ষাপটে বিভিন্ন দপ্তরে রদবদলের মধ্যে তাকেও ওই দায়িত্ব থেকে সরানো হল।