Published : 26 Jan 2024, 06:08 PM
ঢাকার মহাখালীতে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত গোলাম ফারুকের বয়স ৬৫ বছর, বাড়ি সাভারে। ঢাকার নাখালপাড়ায় তার মেয়ের বাসা। শুক্রবার দুপুরে ওই এলাকার কাছেই রেললাইনে তিনি দুর্ঘটনায় পড়েন।
ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর ফাঁড়ির এসআই সুনীল চন্দ্র সূত্রধর বলেন, “মহাখালীতে অসতর্কভাবে রেললাইন ধরে হাঁটছিলেন ফারুক। কমলাপুর থেকে ছেড়ে আসা অগ্নিবীণা এক্সপ্রেসের ধাক্কায় তার মাথা বিচ্ছিন্ন হয়ে যায়।”
খবর পেয়ে ফারুকের মেয়ে জামাই, ভাইসহ পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন। তাদের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করে পুলিশ।
পরিবারের বরাত দিয়ে এসআই সুনীল বলেন, “গোলাম ফারুক দীর্ঘদিন দেশের বাহিরে ছিলেন। বর্তমানে তেমন কিছু করতেন না। ধারণা করা হচ্ছে, মেয়ের বাসায় যাওয়ার পথে তিনি দুর্ঘটনায় পড়েন।”