Published : 22 Dec 2023, 10:08 AM
ঢাকার কেরানীগঞ্জে বিদ্যুতের তারে আটকে পড়া টিয়া পাখি উদ্ধারে গিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন ‘রবিনহুড- দ্য অ্যানিমেল রেসকিউয়ারের’ দগ্ধ দুই কর্মীর একজন চলে গেলেন।
মো. আতিফ (৩০) নামের ওই ‘রবিনহুড’ কর্মী বৃহস্পতিবার রাত ২টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া।
বৃহস্পতিবার বেলা সাড়ে ৫টার দিকে কেরাণীগঞ্জের হাসনাবাদ এলাকায় ঘুড়ির সুতার সঙ্গে তারে আটকা পড়া টিয়াকে উদ্ধার করতে গিয়ে আহত হন আতিফ ও গাড়ি চালক শফিকুর রহমান (৪৫)। সামান্য আহত হন স্বেচ্ছাসেবক রুপক (২৫)।
পরে তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
ইনস্টিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম বলেন, আতিফের শরীরের ৭৫ শতাংশ আর শফিকুরের ২০ শতাংশ দগ্ধ হয়।
রবিনহুড-দ্য অ্যানিমেল রেসকিউয়ারের প্রধান আফজাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আতিফের বাসা পুরান ঢাকায়। আতিফ আহত হওয়ার পর তার বাবা-মা হাসপাতালে ছুটে আসেন।
বৃহস্পতিবার বিকালে স্থানীয়দের মারফত খবর পাওয়ার পর বিদ্যুতের তারে আটকে পড়া টিয়া পাখিটিকে উদ্ধার করতে একটি দল পাঠায় ‘রবিনহুড’।
আফজাল খান বলেন, “আমাদের একটি রেসকিউ টিম পাখিটিকে সেখান থেকে উদ্ধার করে মুক্ত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট ও দগ্ধ হন।”
তার বর্ণনায়, পাখিটিকে মুক্ত করতে পাশের একটি ভবনের তৃতীয় তলার ছাদে গিয়েছিলেন স্বেচ্ছাসেবীরা। সেখান থেকে আতিফ একটি পাইপ দিয়ে আটকে থাকা সুতাটি ছেড়ার চেষ্টা করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। তখন সঙ্গে গাড়িচালক শফিকুরও দগ্ধ হয়ে ছাদের উপরে পড়ে যান। আহত হন রুপক।