Published : 19 Jan 2023, 12:54 PM
ঢাকার কামরাঙ্গীরচরে একটি জুতার কারখানা আগুন লেগে পুড়ে গেছে।
বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে কামরাঙ্গীচরের লোহার ব্রিজ এলাকার ওই কারখানায় আগুন লাগে বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানান হয়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা অফিসার রাশেদ বিন খালেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগুনের খবর পেয়ে বাহিনীর চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায়।
১২টা ১২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে জানিয়ে রাশেদ বিন খালেদ বলেন,”কারখানাটি পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।“
তদন্তের পর আগুন লাগার কারণ জানা যাবে বলে জানান তিনি।