Published : 15 Dec 2023, 02:46 PM
দ্বাদশ সংসদ নির্বাচনে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক ও বিএনপি ছেড়ে আওয়ামী লীগে আসা শাহজাহান ওমরের প্রার্থিতা আপিল শুনানিতেও বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে অনুষ্ঠিত আপিল শুনানির শেষদিনে শুক্রবার এই দুই জনের মনোনয়নপত্র বৈধ বলে রায় দিয়েছে ইসি।
বরিশাল-৫ আসনের আওয়ামী লীগের প্রার্থী, পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের বিরুদ্ধে মামলার বিষয়ে তথ্য গোপন করার অভিযোগে আপিল করলেও তা টেকেনি।
স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও নৌকার প্রার্থী জাহিদ ফারুক একে অপরের প্রার্থিতা বাতিল চেয়ে ইসিতে পাল্টাপাল্টি আপিল করেছিলেন।
বরিশালের সাবেক মেয়র সাদিক আবদুল্লাহর দ্বৈত নাগরিকত্বের প্রমাণ মেলায় কমিশন তার প্রার্থিতা বাতিল করে দিয়েছে। সাদিক আবদুল্লাহ নৌকার মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
অন্যদিকে বিএনপির ভাইস চেয়ারম্যানের পদ ছেড়ে ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া শাহজাহান ওমরের প্রার্থিতা আপিলেও বৈধতা পেয়েছে।
শাহজাহান ওমরের প্রার্থিতা বাতিল চেয়ে কমিশনে আপিল করেছিলেন এই আসনের স্বতন্ত্র প্রার্থী মনিরুজ্জামান। আপিলে ওমরের বিরুদ্ধে হলফনামায় মামলাসংক্রান্ত তথ্য গোপন করার অভিযোগ আনা হয়েছিল। নির্বাচন কমিশন সেই আবেদন নামঞ্জুর করে দেয়।
পরে শাহজাহান ওমর সাংবাদিকদের বলেন, “মিথ্যা হলফনামা দেয়ার অভ্যাস আমার নাই। এভরিথিং রিটেন ক্রিস্টাল ক্লিয়ার। যারা বলেছেন, তারা মিথ্যা বলেছেন।”
এই সিইসির নেতৃত্বে সুষ্ঠু ভোট হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
“আচরণবিধি মানার মাধ্যমে যতটুকু করা সম্ভব আমি করব। আমার বিরুদ্ধে যারা আছেন, তাদের আমরা ওয়েলকাম করব।”
জনগণ ব্যক্তি ওমর নাকি নৌকা প্রতীকে ভোট দেবেন প্রশ্নে তিনি বলেন, “দুজনকেই। আমি মুক্তিযোদ্ধা, বরিশালের কমান্ডার ছিলাম। আমি বরিশাল বিভাগের ভোট সবসময়ই পাই। বরিশালের মুক্তিযোদ্ধা পরিবার আমাকে ভোট দিবে। আগে একটু কম খাটত, এবার বেশি খাটবে।”
আরও পড়ুন
দ্বৈত নাগরিকত্ব: সাদিক-শাম্মী-শামীমের প্রার্থিতা বাতিল, টিকে গেলেন আজাদ
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ঊষাতন তালুকদার
কক্সবাজারে নৌকার সালাউদ্দিনের প্রার্থিতা টিকল না
ফরিদপুর সদরে নৌকার শামীম বৈধ প্রার্থী কি না, ইসির আদেশ শুক্রবার