Published : 09 Apr 2023, 02:51 PM
কর ফাঁকির অভিযোগে আট বছর আগের এক মামলায় বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত।
ঢাকার ২ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. আখতারুজ্জামান রোববার দুলুর বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৪ মে দিন ঠিক করে দিয়েছেন।
জামিনে থাকা দুলু এদিন আদালতে উপস্থিত ছিলেন। অভিযোগ পড়ে শোনানো হলে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন।
দুলুর আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ মামলা থেকে তার অব্যাহতির আবেদন জানিয়ে বলেন, “একই বিষয়ে সম্পদের আরও একটি মামলা ঢাকার ১ নম্বর বিশেষ জজ আদালতে সাক্ষ্যগ্রহণের মাঝামাঝি পর্যায়ে রয়েছে। একইরকম অভিযোগে দুই মামলা চলতে পারে না। এ মামলায় তাকে অব্যাহতি দেওয়া হোক।”
শুনানি শেষে বিচারক অব্যাহতির আবেদন নাকচ করে দুলুর বিচার শুরুর আদেশ দেন।
সাবেক ভূমি উপমন্ত্রী বিএনপি নেতা দুলুর বিরুদ্ধে ২০০৮ সালের ৩ অগাস্ট এই মামলা দায়ের করেছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সহকারী কর কমিশনার হাফিজ আল আসাদ।
মামলায় বলা হয়, ১৯৮৩ সাল থেকে ২ কোটি ৩৪ লাখ ৩৭ হাজার ৫০১ টাকা আয়ের বিপরীতে ১০ লাখ টাকা আয়কর ফাঁকি দিয়েছেন ওই বিএনপি নেতা। এছাড়া প্রকৃত আয় ও ব্যয় সম্পর্কে আয়কর বিভাগকে ভুল তথ্য দিয়েছেন।
ওই মামলার বৈধতা চ্যালেঞ্জ করে দুলু উচ্চ আদালতেও গিয়েছিলেন। তবে আদালতের সিদ্ধান্ত তার বিপক্ষে যায়।